Calcutta High Court: পঞ্চায়েত মামলার পাহাড়ে ফের মামলা, খারিজ করে দিলেন বিরক্ত প্রধান বিচারপতি

পঞ্চায়েত ভোট নিয়ে মামলার পাহাড় জমেছে। ফের নতুন মামলা শুনে বিরক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন এবার সব মামলার শুনানি স্থগিত করে দেবেন। 

সোমবার হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে ৭৩টি মামলার শুনানি রয়েছে। শুধু প্রধান বিচারপতি টিএস শিজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ২৬টি জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে আবার অন্য একটি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। শুনেই বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে মামলা তো চলছে। আবার মামলা কেন? এ প্রসঙ্গে তো ইতিমধ্যেই অধীররঞ্জন চৌধুরীর মামলা রয়েছে। তা ছাড়াও অনেক মামলা রয়েছে। আমরা কিন্তু সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। শেষ কয়েক মাস ধরে তোন কোনও কাজ করা যাচ্ছে না।’

(পড়তে পারেন। ‘বাড়ি ঘেরাও’ মন্তব্যের জের, মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলার অনুমতি হাই কোর্টের)

এই বিষয় নিয়ে মামলাকারী আইনজীবীকেও সতর্ক করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘ইতিমধ্যে মামলা দায়ের তো করেছেন। নতুন করে আবার আবেদন কেন? অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিন। না হলে মামলা খারিজ করে দিয়ে কড়া অর্থদণ্ড দেব। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা করার চেষ্টা করছেন? আদালতের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন।’

প্রধান বিচারপতিই এই হুঁশিয়ারি সত্বেও মামলাকারী অনড় মনোভাব দেখান। তা দেখে প্রধান বিচারপতি তাঁর মামলা খারিজ করে জরিমানার নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে ১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ শুনে মামলাকারীর আইনজীবী জানান, অবিলম্বে তাঁরা মামলার আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন।

তবে এই প্রথম নয়, দিন কয়েক আগেও রাজনৈতিক মামলার বহরে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। রাজনৈতিক মামলার শুনানি শুনতে শুনতে তিনি ক্লান্ত এবং বিরক্ত। তিনি শুধু একা নন অন্যান্য বিচারপতিদেরও একই মত। কিছু একটা অপছন্দের বিষয় হলেই সেটা নিয়ে মামলা করে দেওয়া হচ্ছে। আর এসব বেশি করছে বিরোধী দলগুলি। এমন আবহে একের পর এক রাজনৈতিক মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না। আর তা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।