Supreme Court: বিজ্ঞাপনের ঢাক পেটাতে ১১০০ কোটি, উন্নয়নের টাকার বেলায়…আপ সরকারকে সুপ্রিম তুলোধোনা

দিল্লি মিরাট রিজিওনাল রাপিড ট্রান্সপোর্ট সিস্টেম( RRTS) প্রকল্পের দেরি নিয়ে দিল্লি সরকারকে রীতিমতো তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। কেন এই প্রকল্পে টাকার ক্ষেত্রে এত সমস্যা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

এদিকে দিল্লি মিরাট রিজিওনাল রাপিড ট্রান্সপোর্ট সিস্টেম( RRTS) প্রকল্পের দেরি নিয়ে একটি শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। তখনই সুপ্রিম কোর্ট সোমবার মন্তব্য করেছে, যদি ১১০০ কোটি টাকা বিজ্ঞাপন দিতেই চলে যায় গত তিন বছরে তবে পরিকাঠামো বৃদ্ধিতেও বিনিয়োগ করা দরকার সরকারের।

বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, যদি আপ সরকার গত তিন বছরে শুধু বিজ্ঞাপন দিতেই ১১০০ কোটি টাকা খরচ করে থাকে তবে তাদের পরিকাঠামো উন্নয়নের জন্যও খরচ করা দরকার।

বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়েছে, যদি ১১০০ কোটি টাকা গত তিনবছরে শুধু বিজ্ঞাপন বাবদ খরচ হয়ে থাকে তবে পরিকাঠামোর উন্নতির জন্য খরচ করা দরকার। সেই সঙ্গেই রাজ্য সরকারকে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, প্রকল্পের যে বকেয়া রয়েছে তা দুমাসের মধ্যে শোধ করুন।

দিল্লি মিরাট রিজিওনাল রাপিড ট্রান্সপোর্ট সিস্টেম( RRTS) হল একটি সেমি হাইস্পিড রেলওয়ে করিডোর। খবর বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে। এটা তৈরির কাজ চলছে। দিল্লি, গাজিয়াবাদ, মিরাটকে যুক্ত করবে এই প্রকল্প।

এই মাসের প্রথম দিকেই সুপ্রিম কোর্ট এনিয়ে দিল্লির সরকারের তীব্র সমালোচনা করেছিল। কেন এই প্রকল্পের ফান্ড দিতে এত দেরি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এরপর আদালত নির্দেশ দিয়েছিল গত তিন বছরে সরকার যে বিজ্ঞাপন দিয়েছে তা বাবদ কত খরচ হয়েছে তার হিসাব জমা দেওয়ার জন্য।

আসলে দিল্লির সরকার কবুল করেছিল যে প্রকল্পের জন্য পর্যাপ্ত ফান্ড তাদের কাছে নেই। তারপরই সরকারের বিজ্ঞাপনের জন্য কত খরচ হয়েছে তার হিসেব চায় আদালত। তবে এবার দিল্লি সরকারের আইনজীবী জানিয়েছেন ফান্ড দেওয়া হবে প্রকল্পের জন্য।