আবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, অমিত শাহের সঙ্গে কি বৈঠক করবেন?

এই তো এলেন। আবার ছুটলেন। এমনই দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নয়াদিল্লি থেকে ফিরে প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়কে বিধানসভায় শেষশ্রদ্ধা জানালেন। তারপরই আবার নয়াদিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক শেষ করে তিনি রওনা হন দমদম বিমানবন্দরে। সোমবার রাতেই অমিত শাহের সঙ্গে শুভেন্দু দেখা করেন বলে সূত্রের খবর। তারপরই সকালে কলকাতায় আসেন। বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন। তারপরই নয়াদিল্লি ছুট লাগালেন। ততক্ষণে আজ দুপুরে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁদের মধ্যে কিছুক্ষণ কথা হয়।

আবার নয়াদিল্লি যাচ্ছেন কেন?‌ বিধানসভায় এই প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দেননি শুভেন্দু অধিকারী। শুধু তিনি বলেন, ‘‌প্রয়োজনীয় কাজে দিল্লি যাচ্ছি।’‌ হঠাৎ এমন কী প্রয়োজন পড়ল?‌ তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতেই তড়িঘড়ি নয়াদিল্লি পাড়ি দিলেন শুভেন্দু অধিকারী। আরএসএসের বৈঠকে যোগ দিতে রবিবার রাতে নয়াদিল্লি রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বারবার আসা–যাওয়ার নেপথ্যে বড় কোনও কারণ আছে বলে মনে করা হচ্ছে। মহরমের আগে বা পরে কিছু ঘটতে পারে এই আশঙ্কা মন্ত্রিসভার বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এমন তৎপরতা তাৎপর্যপূর্ণ।

এদিকে সংসদের অধিবেশনের জন্য সুকান্ত মজুমদার নয়াদিল্লিতেই আছেন। বিজেপি বিধায়কের মৃত্যুর খবর পেয়েও কলকাতায় ফেরেননি। শুভেন্দু অধিকারী চট করে এদিন কলকাতায় এসে সতীর্থ প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানিয়ে আবার রাজধানীতে ছুটলেন। বিধানসভায় এদিন তিনি দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। তাঁর অনুপস্থিতিতে কেমন করে অধিবেশনে অংশগ্রহণ করবেন সেই স্ট্র‌্যাটেজি বাতলে দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমে সুকান্ত বলেন, ‘‌বাংলার ব্যাপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েতে হিংসা ও অশান্তির নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যের উন্নয়নের বিষয়ে কথা হয়েছে। এত হিংসার মধ্যেও বিজেপি যে ১১ হাজার আসনে জিতেছে সেটা শুনে খুশি প্রধানমন্ত্রী।’‌

আরও পড়ুন:‌ একসঙ্গে তিনটি দফতরকে চিঠি পাঠাল সিবিআই, উপদেষ্টা কমিটি নিয়ে তদন্ত শুরু

কেন আবার নয়াদিল্লি যাচ্ছেন?‌ বিধানসভায় আজ শুভেন্দু অধিকারী আসায় তাঁকে এই প্রশ্ন করা হয়। কারণ তিনি নয়াদিল্লি থেকে এসেই সঙ্গে সঙ্গে আবার নয়াদিল্লি যাচ্ছেন। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌বলবো না কেন যাচ্ছি। বেড়াতে তো যাচ্ছি না। প্রয়োজনীয় কাজ আছে বলেই দিল্লি যাচ্ছি। এখানে লাগাতার নারী নির্যাতন চলছে। তা নিয়ে বিধানসভার ভিতরে মুলতুবি প্রস্তাব আনা হবে। বলতে দিলে ভাল। না হলে প্রতিবাদ হবে। আমরা বিধানসভা চালাতে সহযোগিতা করব। রীতি–নীতি মেনে কাজ করা হবে। আর ২৬–২৭ তারিখ শ্যামবাজারে মহিলা মোর্চা ধরনায় বসবে।’‌