Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে পুকুরে ব্যালট বাক্স ফেলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, হল FIR

ডিভিশন বেঞ্চ শুভেন্দুর রক্ষাকবচ ঢিলে করতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করা শুরু করল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের মোহনপুর থানায় ব্যালটবাক্স পুকুরে ফেলার অভিযোগ দায়ের হয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে গেলে আদালতের অনুমতি হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে থাকা একাধিক FIR-এর তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিবেচনা করে FIR দায়ের করা যাবে। কোনও অভিযোগ জমা পড়লে প্রাথমিক তদন্ত করে তার সত্যতা পেলে অভিযোগ দায়ের করতে পারবে পুলিশ। তবে শুভেন্দুবাবুকে হয়রান করার জন্য FIR করা যাবে না। FIR-এর ভিত্তিতে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে পুলিশকে।

সেই রায়ের পর মঙ্গলবার প্রথম মামলা দায়ের হল শুভেন্দুবাবুর বিরুদ্ধে। বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যালট বাক্স পুকুরে ফেলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে FIR দায়ের হল মোহনপুর থানায়। অভিযোগ, মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলা হয়েছিল।

পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন শুভেন্দুবাবুকে বিভিন্ন জায়গায় বলতে শোনা গিয়েছিল, তৃণমূল ভোটলুঠ বা ছাপ্পা দিলে ব্যালট বাক্স তুলে পুকুরে ফেলে দেবেন। তাঁর সেই বক্তব্যের সূত্র ধরেই FIR দায়ের হয়েছে বলে মনে করা হচ্ছে। দলীয় বৈঠকে যোগদান করতে বর্তমানে দিল্লিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে এই FIR এর ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।