আমার দলেও একজন বিধায়ক আছেন যিনি গুন্ডামি করেন, সতর্ক করে বললেন মমতা

সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। দলের নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। কিন্তু, তারপরেও বিভিন্ন কার্যকলাপ এবং মন্তব্যে বারবার দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবীর। এবার হুমায়ুন কবীরকে নাম না করে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অন্যায় করলে কাউকে ছাড়া হবে না। সে দলেরই কেউ হোক না কেন।

আরও পড়ুন: সকালের ৫টি বড় খবর: নির্দলদের বোর্ড গঠনের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুনের

বৃহস্পতিবার বিধানসভায় পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘যা সন্ত্রাস হয়েছে তা সবটাই বিরোধীদের মদতে। আমার দলেও মুর্শিদাবাদের একজন বিধায়ক রয়েছেন। যিনি গুন্ডামি করেন মাঝেমধ্যেই হুঙ্কার দেন। আমি এসব কাজকে সমর্থন করি না।’  এর আগেও প্রশাসনিক সভায় হুমায়ুন কবীরকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় কার্যত সকল সামনেই নাম না করে হুমায়ুন কবীরের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমি কাউকে ছাড়ি না । আমার দলের হলেও আমি ছাড়িনা। এর আগে অনেকেকেই অ্যারেস্ট করিয়ে দিয়েছি। পুলিশকে বলেছি এরকম কেউ অশান্তি করলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে।’ 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়াকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভোট পর্বে দল বিরোধী কাজের জন্য বিতর্কে জড়িয়ে ছিলেন এই বিধায়ক। এমনকী তৃণমূলের বদলে নির্দল প্রার্থীদেরও সমর্থন করেছিলেন। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও দলের প্রতি ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। তিনি তাঁর গোষ্ঠীর জয়ী নির্দলদের নিয়ে বোর্ড গঠন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের সঙ্গে হুমায়ুনকবীরের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেহুমায়ুন কবীর সভানেত্রীকে পদত্যাগ না করা হলে তৃণমূল পার্টি অফিস ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছিলেন। এমতাবস্থায় দলের অন্দরের গোষ্ঠী কোন্দল মেটাতে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন শাসক দলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক। কিন্তু তারপরেও দলের প্রতি ক্ষোভ কমেনি হুমায়ুন কবীরের। পঞ্চায়েত ভোট এবং বোর্ড গঠন করা নিয়ে দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন ভরতপুরের বিধায়ক।