বিয়ের প্রস্তাব খারিজ করায় তরুণীকে পার্কের মধ্যে হত্যা! ধৃত ১, ফের খবরে দিল্লি

পার্কে পড়ে রয়েছে ২৫ বছর বয়সী তরুণীর নিথর দেহ। পাশেই উদ্ধার হয়েছে লোরাহ রড। শিউরে ওঠার মতো ঘটনা দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে। সেখানের বিজয়মণ্ডল পার্কে এই ঘটনা ঘটে গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মহিলার পরিচিতি। মৃতার নাম ফাতিমা। ঘটনায় ফাতিমার তুতো ভাই ইরফানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ডেলিভারি এক্সিকিউটিভ হিসাবে কাজ করতেন ইরফান। আর ইরফানের পছন্দ ছিল ফাতিমাকে। ইরফানের প্রেমের প্রস্তাব ফাতিমা খারিজ করায় তাঁকে হত্যা করেছেন ইরফান বলে খোদ পুলিশি জেরার মুখে স্বীকার করেছে ইরফান। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই তথ্য। মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। দক্ষিণ দিল্লিতে অরবিন্দ কলেজের কাছে মালিয়া নগরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তের মধ্য দিয়ে জানা গিয়েছে, লোহার রড দিয়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। 

দিল্লি পুলিশ কমিশনার চন্দন চৌধুরী বলছেন,’আমরা তথ্য পেয়েছি যে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের অরবিন্দ কলেজের কাছে ২৫ বছর বয়সী এক যুবকের দেহ পাওয়া গেছে। মৃত দেহের কাছে একটি লোহার রড পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, মেয়েটিকে রড দিয়ে আঘাত করা হয়েছে। আরও তদন্ত চলছে।’ ডিসিপি বলছেন, ‘ঘটনাটি ঘটেছে পার্কের ভেতরে। নিহত  এক কলেজছাত্রী। সে তাঁর বন্ধুর সাথে পার্কে এসেছিল। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশের কাছে একটি রডও পাওয়া গেছে। আমরা তদন্ত করছি।’ মৃতা ফাতিমা কমলা নেহরু কলেজের ছাত্রী। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে, ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলছেন, ‘দিল্লি একেবারেই নিরাপদ নয়, কেউ পাত্তা দেয় না, সংবাদপত্রের প্রতিবেদনে শুধুমাত্র মেয়েদের নাম পরিবর্তন করা হয়, কিন্তু অপরাধ বন্ধ হয় না।’ এক্ষেত্রে তিনি এক মহিলাকে বাড়ির সামনে গুলি করা, ‘মালভিয়া নগরের মতো অভিজাত জায়গায় খুন’ এর ঘটনা নিয়ে সমালোচনার ঝড় তোলেন।