ডোনেস্কে ইউক্রেনীয় গোলাবর্ষণে নিহত ২: রাশিয়া

রুশ দখলে থাকা ডোনেস্ক শহরে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) স্থানীয় রুশপন্থি প্রশাসনিক প্রধান ডেনিস পুশিলিন এই দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম বার্তায় ডেনিস পুশিলিন বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেস্কের কেন্দ্রে গোলাবর্ষণ করেছে। ভোরোশিলোভস্কি ও কুইবিশেভ অঞ্চলেও এই হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গোলাবর্ষণের ফলে একটি যাত্রীবাহী বাস ধ্বংস হয়েছে। হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ড্রোনের সাহায্যে ইয়াসিনোভাটায় একটি পানির ট্যাংকিতে আক্রমণ করেছিল। এই হামলায় অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সাল থেকে ইউক্রেনীয় ডোনেস্ক শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা শহরটির আশেপাশে অবস্থান ধরে রেখেছে। যার ফলে শহরটিতে তারা নিয়মিত হামলা চালিয়ে আসছে।