রবিবাসরীয় দিঘায় নামল মুষলধারে বৃষ্টি, দুপুরে সমুদ্রসৈকতে চলল দেদার স্নান–পর্ব

আজ, রবিবার দিঘার সমুদ্রসৈকতে নামল মুষলধারে বৃষ্টি। আর তাতেই দেদার স্নান সারলেন পর্যটকরা। রবিবাসরীয় বৃষ্টিতে এবং তার সঙ্গে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ মিলেমশে একাকার হয়ে গেল পর্যটকদের কাছে। বর্ষার বারিধারার সঙ্গে সমুদ্রসৈকতের ঢেউ মেলায় ভিড় জমালেন পর্যটকরা। পর পর ছুটি থাকায় এখানে এসেছেন পর্যটকরা। আর আজ যেন দিঘায় আসার পয়সা উসুল হয়ে গেল। শুক্রবার রাতেই পর্যটকরা এখানে চলে আসেন। শনিবার ছিল মহরমের ছুটি। আর রবিবার এমনই ছুটি থাকে। সেখানে রবিবার কাটিয়ে অনেকে বাড়ি ফিরবেন। তার আগে এমন নৈসর্গিক আনন্দ মেলায় মেতে উঠলেন পর্যটকরা।

প্রকৃতির এই অনির্বচনীয় মহিমা দেখে সমুদ্র স্নানে ভিড় জমালেন পর্যটকরা। উপকূলীয় সৌন্দর্য তাঁদের এতটাই আকৃষ্ট করেছিল যে, সমুদ্র থেকে উঠতেই চাইছিলেন না। বর্ষার বারিধারা যেন প্রাণে ফুর্তির মেজাজ নিয়ে এল। তাই রবিবার দিঘা সমুদ্রসৈকত জুড়ে দেখা মিলল ঠাসা পর্যটকদের ভিড়। বর্ষা যতদিন সেভাবে আত্মপ্রকাশ করেনি ততদিন পর্যটকরা এলেও দিনের বেলা সমুদ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর আজ সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে করলেন দেদার স্নান। সঙ্গে উঠল একের পর এক স্নানের সেলফি। মুষলধারে বৃষ্টিতে কেউ কেউ গান গেয়ে উঠলেন—‘‌আজই ঝরো ঝরো মুখর বাদল দিনে’‌।

এদিকে এখন রাজ্যজুড়ে বর্ষা এলেও থমকে থমকে বৃষ্টি হচ্ছে। এই বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের দেখা মিলছে না। তবে আজ মুষলধারে বেশ কিছুক্ষণ টানা বৃষ্টি হওয়ায় পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। দিঘার সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করতে নেমে পড়েন পর্যটকরা। ভিড়ে ঠাসা সৈকত যেন এক টুকরো দ্বীপ। বৃষ্টিতে ভিজে সমুদ্রে নেমে গরমকে যেন আলবিদা জানাচ্ছিলেন পর্যটকরা। আর এই বৃষ্টিতে ভিজে স্নান সেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন পর্যটকরা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় নানা জায়গায়। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

আরও পড়ুন:‌ ইলিশ উৎপাদন বাড়লেও মিলছে না বাংলাদেশের রূপোলি ফসল, আসছে না এপারেও

অন্যদিকে দিঘা এমনিতেই বাঙালি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। ইদানিং আবার দিঘায় আকর্ষণের নতুন ঠিকানা হয়েছে ‘ঢেউ সাগর’। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এই ঢেউ সাগর দেখতে ভিড় জমান। উপকূল অঞ্চলে এই বিনোদন পার্ক অনেকটাই পর্যটকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার এই দু’‌দিনের ছুটিতে ভিড় জমালেন পর্যটকরা সৈকত নগরীতে। দু’‌দিন আগে থেকে ভিড় বাড়তে থাকায় মুখে হাসি ফুটেছে হোটেল ব্যবসায়ীদের। ওল্ড দিঘা থেকে নিউ দিঘার সমুদ্র সৈকত আজ যেন পর্যটকদের কাছে প্রকৃতির কাছে ধরা দেওয়ার সামিল।