IND vs WI 1st T20 Live Updates India playing against West Indies match highlights Brain Lara Stadium

ত্রিনিদাদ: দিন দু’য়েক আগেই শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ। টেস্টের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার দুই দল টি-টোয়েন্টির (IND vs WI 1st T20) লড়াইয়ে মাঠে নামবে। আজ, বৃহস্পতিবার, ৩ অগাস্ট থেকেই শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই সিরিজ হারের পর মরিয়া হয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় ঝাঁপাবে বলে আশা করাই যায়।

টেস্ট এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মারা থাকলেও, টি-টোয়েন্টিতে কিন্তু হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে তুলনামূলক তরুণ এবং অনভিজ্ঞ ভারতীয় দলই মাঠে নামতে চলেছে। তাই মহাতারকাদের অনুপস্থিতিতে ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল মুকেশ কুমাররা কেমন পারফর্ম করেন, সেইদিকে ভারতীয় সমর্থকরা বিশেষ নজর রাখবে। যশস্বী এ বারের আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন। টেস্টের অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। বিশ ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক অভিষেকেও তিনি ব্যাট হাতে দাপট দেখান কি না, সেই দিকেও নজর থাকবে।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ১৭ ম্যাচ জিতেছে। দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে আটটি ম্যাচ। ক্যারিবিয়ানেও কিন্তু মুখোমুখি সাক্ষাৎকারে ভারতই খানিকটা এগিয়ে। সাত ম্যাচের তিনটিতে ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে। চারটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।