Bongaon: লোকসভায় পঞ্চায়েতের জবাব দেবে মানুষ, বললেন বনগাঁ বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল

লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের জবাব দেবে মানুষ। বনগাঁয় দ্বিগুণ ব্যবধানে জিতবে বিজেপি। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন দলের সদ্যনিযুক্ত সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তাঁর হুঁশিয়ারি, পঞ্চায়েতে ভোট লুঠের জবাব দেবে জনতা।

এদিন জেলা সভাপতি মনোনীত হওয়ার পর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গিয়ে সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন দেবদাসবাবু। সেখানে তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনে ১ লক্ষ ১১ হাজার ভোটে এই কেন্দ্র থেকে BJP প্রার্থী জয়ী হয়েছিলেন। লিখে রেখে দিন, এবার ২ লক্ষ ২২ হাজার ভোটে জিতব। পঞ্চায়েত ভোটে যে লুঠ হয়েছে, আগামী দিনে লোকসভা ভোটে মানুষ তার জবাব দিয়ে দেবে’।

বিজেপির রাজনীতিতে বেশ পুরনো দেবদাসবাবু। রাজ্যে দলের যখন কোনও সংগঠন ছিল না তখন থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী তিনি। শান্তনু ঠাকুরের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালো বলেই মনে করা হয়। এদিন শান্তনু ঠাকুর বলেন, ‘বনগাঁ এলাকায় বিজেপির জনপ্রিয়তা সর্বজনবিদিত। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এখানে মানুষ আমাদের দুহাত ভরে ভোট দিয়েছে। পঞ্চায়েতেও মানুষ ভোট দিয়েছিল। কিন্তু লুঠেরারা গণনা হতে দেয়নি। লোকসভা নির্বাচনে মানুষ ফের এর জবাব দেবে। লড়াই আরও জোরদার হবে। তৃণমূল যেন তৈরি থাকে।’