Gujarat News: রহস্যময় জারের তরল পান করতেই মৃত্যু দু’জনের! গুজরাট পোরবন্দর ঘিরে চাঞ্চল্য

আরব সাগরের জলের মধ্যে ভাসছিল পাঁচ লিটারের একটি জার। জারের মুখের দিকে সিল করা দেখে জেলেদের মনে হয়েছিল সম্ভবত কোন তরল পানীয়‌তে ভরা। তাদের ধারণা হয়, কোন জাহাজ বা নৌকা থেকে হয়তো সেটি পড়ে গিয়েছে জলের মধ্যে। একরকম কৌতূহলবশেই সেটিকে নিজেদের নৌকায় তুলে নেয় তাঁরা। কিন্তু তার পরেও মেটেনি কৌতুহল। জার খুলে ভিতরের কী পানীয় রয়েছে, তা চেনা যায়নি। আর সে কারণেই চেখে দেখতে যায় সবাই। অতিরিক্ত কৌতুহল না মিটতেই ঘটে যায় বিপত্তি। 

(আরও পড়ুন: তুমুল ঝগড়া হয়েছে বন্ধুর সঙ্গে? কীভাবে মানাবেন আজ? রইল সেরা টিপস)

সম্প্রতি গুজরাটের পোরবন্দরে ভাসতে থাকা এই রহস্যময় পানীয়র জারই কেড়ে নিল দুটি তরতাজা প্রাণ। মাছ ধরতে যাওয়া জেলেরা ওই জারটি তুলে ভিতরের পানীয় চেখে দেখে। কিন্তু তার পরেই প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। মাছ ধরে সৈকতে ফিরে আসার পর শুক্রবার রাতেই মৃত্যু হয় একজনের। অন্য আরেকজনের মৃত্যু হয় শনিবার সকালে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি‌ দুজনকে। ইতিমধ্যেই ওই জারটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জারের মধ্যে থাকা তরলটি আদতে পানীয় না অন্যকিছু তা পুলিশও শনাক্ত করতে পারেনি। আপাতত সেটি পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য‌। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নীলম গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, ভিথাল পারমার ও সুরেশ জাবেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি তাদের। একইসঙ্গে ওই নৌকায় থাকা বাকি জেলেদেরও হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত জেলেরা প্রচণ্ড পেট ব্যথার লক্ষণ নিয়ে ভর্তি হন হাসপাতালে। সেই পরিস্থিতিই গুরুতর হয়ে মৃত্যু হয় দুজনের। 

(আরও পড়ুন: সিঁড়ি দিয়ে অল্প উঠলেই হাঁপানি, বুক ধড়ফড়? কোন রোগ বাসা বাঁধছে জানেন না হয়তো)

ইতিমধ্যে হাসপাতাল থেকে চারজনকে ছেড়ে দেওয়া হলেও একজনের পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। তাঁকে এখনও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে‌। ওই অজ্ঞাত পাঁচ লিটারের জারটি সমুদ্রে কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নীলম গোস্বামীর কথায়, ভিতরের তরলটি চিহ্নিত করতে ফরেন্সিকে পাঠানো হয়েছে। কীভাবে বন্দর এলাকার মধ্যে ওই জারটি এল, তারও খোঁজ চলছে।