Amit Shah on Kashmir: হুরিয়ত, জমিয়তে, পাকিস্তানের সঙ্গে কেন কথা বলব? কাশ্মীর নিয়ে সংসদে কড়া জবাব শাহের

অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে বুধবার সংসদে কাশ্মীর প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারে ধারালো উপস্থাপনা অমিত শাহের।

তিনি প্রথমেই ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে ধরেন।

এদিন অমিত শাহ সংসদে তাঁর বক্তব্যে জানিয়েছেন, কাশ্মীরের সমস্যা মেটাতে ২০১৪ সাল থেকে আমাদের নীতির পরিবর্তন হয়েছে।জঙ্গিমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জওহরলাল নেহেরু কাশ্মীর নিয়ে ভুল করেছিলেন। তবে ৩৭০ ধারা বিলোপ করেছি আমরা। দুটো সংবিধান নেই পাকিস্তানে। দুটি পতাকা আর নেই।

এরপরই জঙ্গিবাদকে একহাত নেন তিনি। ‘একটি এনজিওর মিটিংয়ের রিপোর্ট পাঠিয়েছিল আমায়। সেখানে বলছে, হুরিয়ত, জমিয়তে, পাকিস্তান নিয়ে আলোচনা করো। আমরা হুরিয়ত, জমিয়তে, আর পাকিস্তানের সঙ্গে আলোচনা করব না। যদি চর্চা করতেই হয় তবে কাশ্মীরের যুবকদের সঙ্গে চর্চা করব। হুরিয়ত, জমায়তে বন্ধ করে দিয়েছি। চাকরিক্ষেত্রে যাদের আতঙ্কবাদের সঙ্গে যোগ ছিল সেসব সরিয়ে দিয়েছি। এখন আতঙ্কবাদীদের লাশ নিয়ে মিছিল হয় না। কারণ যেখানে ওরা মারা যায় সেখানেই শেষকৃত্য।’ তোপ দাগলেন অমিত শাহ।

তিনি বলেন, ‘গান্ধী পরিবার সহ তিনটি পরিবার কাশ্মীরে রাজ করেছে। আর পাথর ছোঁড়ার ঘটনা হয় না কাশ্মীরে। আপনারা কি আর সেই পাথর ছোঁড়ার ঘটনা টিভিতে দেখেন?’

অমিত শাহ বলেন, ‘মন্দিরের সুরক্ষা দিয়েছি। কাশ্মীরের সার্বিক উন্নতি করেছি।’ সেই সঙ্গে কাশ্মীরের পর্যটনক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কী ব্যবস্থা করা হয়েছে সেকথাও তুলে ধরেন তিনি।

অমিত শাহ জানিয়েছেন, ‘২০২২ সালে ১ কোটি ৮০ লাখ পর্যটক কাশ্মীরে গিয়েছেন। ৩৩ বছর ধরে মহরম বন্ধ ছিল। সিনেমা হল চলত না, শিকারা চলত না। আমরা চালু করেছি। কাশ্মীরের উন্নতিতে আমরা সবরকম চেষ্টা করেছি। একটা সময় বলা হয়েছিল, ৩৭০ ধারা বিলোপ হলে নাকি রক্তগঙ্গা বয়ে যাবে। কিন্তু বাস্তবে সেসব হয়নি।’ বিগতদিনে জঙ্গিবাদ কীভাবে মাথাচাড়া দিয়েছিল আর বর্তমানে কীভাবে জঙ্গিমুক্ত হচ্ছে পাকিস্তান সেকথা তুলে ধরেন তিনি।এককথায় কাশ্মীর প্রসঙ্গে বিরোধীদের মুখের উপর মোক্ষম জবাব।