New name of Kerala: কেরলের নতুন নামকরণ হচ্ছে, শুনতে বেশ মিষ্টি, সর্বসম্মতিক্রমে গ্রহণ করল বিধানসভা

এবার বদলে যাচ্ছে কেরলের নাম। কেরল বিধানসভা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব মেনে নিয়েছে। কেন্দ্রর কাছে তারা সরকারিভাবে প্রস্তাব পাঠিয়েছে যে কেরল রাজ্যের নামটা বদলে ফেলা হবে। কেরলের নয়া নাম হচ্ছে কেরলম(Keralam)।

কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছেন কেরল নামটা এবার বদলে দিন। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল মেনে সমস্ত ভাষায় এই কেরলম নামটি রাখা হচ্ছে।

কংগ্রেসের নেতৃত্বে UDF বিরোধী জোটও এই প্রস্তাবটি মেনে নিয়েছে। তারা কোনও রকমভাবেই এই প্রস্তাবের বিরোধিতা করেননি। বিধানসভার স্পিকার এএন শামসীর এই প্রস্তাবটি ঘোষণা করেন। বিধানসভার সকলে হাত তুলে এই প্রস্তাবটি সমর্থন করেছেন।

কেরলের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, মালায়লমে এই রাজ্যের নাম কেরলম। কিন্তু অন্যান্য ভাষায় এই রাজ্যের নাম কেরল। সেই স্বাধীনতার সময় থেকেই মালায়লমভাষী মানুষের একজোট হওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন অনেকেই। তবে সংবিধানের প্রথম তফসিলে এই রাজ্যের নাম লেখা হয় কেরল।

তবে এবার সেই রাজ্যের নাম বদলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। দক্ষিণের এই রাজ্যের নাম এবার বদলে হয়ে যাচ্ছে কেরলম। আগে মালায়লম ভাষীরা এই নামেই তাঁদের রাজ্যকে ডাকতেন। তবে এবার সকল ভাষার জন্যই এই নাম হচ্ছে। কেরলম।