আমার সঙ্গে রাত কাটাও, ঘণ্টায় এক লাখ করে দেব, নার্সকে প্রস্তাব চালকের

৩২ বছর বয়সি এক অন্তঃসত্ত্বা মহিলাকে কূপ্রস্তাব দেওয়ার পাশাপাশি যৌন হয়রানি করার অভিযোগ উঠল এসইউভি চালকের বিরুদ্ধে। অভিযোগ ওই মহিলাকে তার সঙ্গে কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ১ লক্ষ টাকা দেওয়ার কুপ্রস্তাব দিয়েছিল ওই চালক। পাশাপাশি মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। এই ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘৩ দিন সহবাস করলেই উন্নতি হবে’ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ায় পুরোহিতকে মার জনতার

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে ইলেকট্রনিক্স সিটি থানা এলাকায়। ওই মহিলা কাজ থেকে ফিরছিলেন। সেই সময় বছর ছাব্বিশের ওই চালক তাঁকে কুপ্রস্তাব দেয়। ওই পেশায় একজন নার্স। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত তাঁকে সঙ্গে কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ১ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব দেয়। এই ঘটনায় ওই মহিলা চালককে গালিগালাজ করেন। কিন্তু সেখানেই শেষ হয়নি। ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা অভিযুক্তকে চড় মারেন। পালটা চালক মহিলাকে কিল, ঘুষি মারে বলে অভিযোগ। যুবকের মারের জেরে মহিলার নাক দিয়ে রক্ত ​পড়তে শুরু করে। এরপর ওই মহিলা তাঁর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ইলেকট্রনিক্স সিটি থানায় গিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তখনও ওই মহিলার নাক দিয়ে রক্ত ঝরছিল।

ঘটনায় ইলেকট্রনিক্স সিটি থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অবিনাশ। সে কমমাসান্দ্রার বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত যুবক একটি বেসরকারি সংস্থার চালক। পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে  অবিনাশকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ২৯ জুলাই ওই থানা এলাকার একটি বাস স্টপের কাছে ঘটেছিল। জানা গিয়েছে, ঘটনার সময় ওই মহিলা  স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন। সেখানে তিনি কাজ করেন৷ এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই মহিলাদের নিরপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই যুবকের সঙ্গে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, মহিলা এই ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।