Cash for Job: টাকা দেব, সে সামর্থই নেই, দাবি গ্রেফতার হওয়া ভুয়ো শিক্ষক সৌগত মণ্ডলের মায়ের

টাকা দিয়ে চাকরি কেনার দায়ে ছেলেকে জেলে পাঠিয়েছে আদালত। টিভিতে সেই খবর পেয়েছিলেন বিকেলেই। সন্ধ্যা গড়াতে চাকরি চুরির দায়ে গ্রেফতার ভুয়ো শিক্ষক সৌগত মণ্ডলের মায়ের দু’চোখে তখন আঁধার। ছেলে যে গ্রেফতার হয়ে যেতে পারে তা তাঁর কষ্টকল্পনার বাইরে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, ছেলে কাকে টাকা দিয়েছে জানি না। আমাদের টাকা দেওয়ার সামর্থই নেই।

সোমবার চাকরি চুরির দায়ের মুর্শিদাবাদের ৪ শিক্ষককে গ্রেফতারির নির্দেশ দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। সন্ধ্যায় ৪ জনকে জেলে চালান করে পুলিশ। ২১ অগাস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁদের। তাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের নবগ্রামের সাঙ্কুরিয়ার বাসিন্দা সৌগত মণ্ডল। সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌঁছন সাংবাদিকরা। বাড়ির সর্বত্র অযত্নের ছাপ স্পষ্ট। নাগাড়ে বৃষ্টির মধ্যেই সাংবাদিকদের ডাকাডাকিতে বেরিয়ে এলেন সৌগতবাবুর মা সন্ধ্যা মণ্ডল। একে একে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের জবাব দেন তিনি।

সন্ধ্যাদেবী বলেন, ‘তাপস মণ্ডলের মিনার্ভা বেসিক ট্রেনিং স্কুলে পড়ত ছেলে। তার পর পরীক্ষা দিয়ে চাকরি পায়। টাকা দিয়ে চাকরি পেয়েছে এমন কথা কখনও শুনিনি। আমাদের এত টাকা দেওয়ার সামর্থই নেই’। তিনি বলেন, ছেলের সঙ্গে তাপস মণ্ডলের পরিচয় ছিল কি না জানি না। ও তাপস মণ্ডলকে টাকা দিয়েছিল কি না তাও জানা নেই। ২০১৭ সালে ও বিয়ে করে তার আগে চাকরি পেয়েছে। নবগ্রামের মধুনিয়া প্রাথমিক স্কুলে চাকরি করত।

আদালতের নির্দেশে সোমবার গ্রেফতার হন ৪ জন ভুয়ো শিক্ষক। সায়গল হোসেন, জাহিরুদ্দিন শেখ, সৌগত মণ্ডল ও সিমার হোসেন নামে এই চার ভুয়ো শিক্ষক তাপস মণ্ডলকে ৫ – ৫.৫ লক্ষ টাকা করে দিয়েছিলেন বলে জানিয়েছে CBI.