HC on PSC: ‘‌এখন পিএসসি’‌র অবস্থা দেখলে খারাপ লাগে’‌, আক্ষেপ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলা ছিল কলকাতা হাইকোর্টে। আজ বৃহস্পতিবার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে। সেখানেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অবস্থা নিয়ে আক্ষেপ করলেন বিচারপতি। তিনি নিজেও অতীতে এই পিএসসি পরীক্ষা দিয়েই সরকারি চাকরি পেয়েছেন। পাবলিক সার্ভিস কমিশনের একদা এবং অধুনা অবস্থা দেখে ভরা এজলাসে আফশোস করলেন বিচারপতি। আর বললেন, ‘এখন পিএসসি’‌র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল।’

ঠিক কী বলেছেন বিচারপতি?‌ এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে বহু রায়, নির্দেশ দিয়ে সংবাদের শিরোনামে এসেছেন। এবারও তাঁর মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে অনিয়ম নিয়ে আক্ষেপের সুর শোনা গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। আজ তাঁকে বলতে শোনা যায়, ‘‌এখন পিএসসি’‌র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল। আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়েই সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।’‌

অন্যদিকে বিচারপতির এই মন্তব্য নাম না করে এখনকার রাজ্য সরকারের দিকেই আঙুল তুললেন বলে মনে করা হচ্ছে। কারণ এখন নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। শুধু তাই নয়, এই নিয়োগ দুর্নীতি ইস্যুর তদন্ত করছে সিবিআই এবং ইডি। তার জেরে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রী জেলে রয়েছেন। এখনও জামিন পর্যন্ত পাননি। খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে বন্দি। তাঁকে দল এবং মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে। তাই জুটেছে প্রাক্তনের তকমা। এই আবহে পাবলিক সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়েও মামলা শুরু হয়েছে। তাই বিচারপতির মন্তব্য বেশ অর্থবহ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‌ খাস কলকাতায় করোনাভাইরাস রোগীর মৃত্যু, বেলেঘাটা আইডিতে মহিলা প্রাণ হারালেন

আর কী বলেছেন বিচারপতি?‌ অতীতের এক মামলার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভরা এজলাসে বলেন, ‘পিএসসি–তে ২৮ নম্বর থেকে ৮২ নম্বর হয়ে গেল! ভাবা যায়? খুব খারাপ লাগে।’ এই পিএসসি’‌র আজকের অবস্থা তিনি মন থেকে মেনে নিতে পারছেন না বলে বোঝাতে চাইলেন। আদালত সূত্রে খবর, আজ এই মামলার শুনানিতে এখনকার সময়ে রাজ্যের শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কের বিষয়টি উঠে আসে এজলাসে। তখনই তিনি আক্ষেপ প্রকাশ করেন।