Tax evasion: ছোট বাণিজ্যিক গাড়িতে কর ফাঁকি প্রায় ৫ হাজার কোটি, চিন্তায় নবান্ন

রাজ্যের অসংখ্য ছোট বাণিজ্যিক গাড়ি কর ফাঁকি দিয়ে চলছে। এই কর ফাঁকির পরিমাণ প্রায় ৫০০০ কোটি টাকা। ফলে এত পরিমাণ কর এককালীন আদায়ের পরিকল্পনা করেছে নবান্ন। এরজন্য মোটা অঙ্কের টাকা ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে নবান্ন। সেক্ষেত্রে পাঁচ বছরের কর মেটালে ১৫ বছর করে ছাড় দেওয়া হবে। সম্প্রতি নবান্ন এমনই চিন্তা ভাবনা শুরু করেছে। যদিও এখনও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিধানসভায় বিল আনা হতে পারে। 

আরও পড়ুন: লক্ষাধিক গাড়ি বাতিল করবে রাজ্য, আপনারও কি তাই হবে? জেনে নিন এখনই

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত ৪০৭ বা ছোট হাতির মতো গাড়িগুলির কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবথেকে বেশি। সাধারণত গাড়ি রেজিস্ট্রেশন করার সময় ৩০০ থেকে ৫০০ টাকা মূল্যের রোড ট্যাক্সের কিস্তি দেওয়া হয়। কিন্তু তারপরে গাড়ির মালিকরা আর কোনও কিস্তি মেটান না। তাই এই সমস্যার স্থায়ী সমাধান চাইছে নবান্ন। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণত গাড়ি গুলি প্রথম কিস্তির টাকা মেটানোর পর আর টাকা মেটায় না। আসলে ওই সমস্ত গাড়ি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভাড়া খাটে। সেখানে আরটিওর নজরদারি না থাকার পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি থাকে না। এই অবস্থায় গাড়িগুলি বিমাও করাচ্ছে না আবার সিএফও করাচ্ছে না। ফলে যাত্রীদের এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। এছাড়া, দুর্ঘটনাও ঘটছে। তাতেই কর ফাঁকির বিষয়টি উঠে আসছে। সম্প্রতি কর ফাঁকি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে পরিবহণ দফতর। তাতে জানা গিয়েছে, প্রায় আড়াই হাজার কোটি টাকার কর বকেয়া রয়েছে। জরিমানা বাবদ প্রাপ্য টাকার অঙ্ক প্রায় ৫ হাজার কোটি টাকা।

 এই টাকা কীভাবে আদায় করা যায় তাই নিয়ে চিন্তিত রাজ্যের পরিবহণ দফতর। এ বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কীভাবে এই টাকা আদায় করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই টাকা আদায় করাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আধিকারিকরা। জরিমানা তো দূরের কথা এক্ষেত্রে ওয়েভার স্কিম এনে ছাড় দিয়ে এককালীন টাকা তুলতে চাইছে রাজ্য পরিবহণ দফতর।

এবিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ছাড় দিয়েও খুব কম হলে এইসব কর ফাঁকি দেওয়া গাড়িগুলি থেকে দেড় থেকে ২ হাজার কোটি টাকা তোলা যাবে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান চাইছে নবান্ন। তাই ছোট বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মোটা অঙ্কের ছাড় দিয়ে এককালীন টাকা আদায় করার জন্য আইন বদল আনতে চাই নবান্ন। যদিও এই নিয়ম করতে গেলে মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে বিধানসভায় বিল আনার প্রয়োজন। এই ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এটি চূড়ান্ত হলে ৫ বছরের টাকায় ১৫ বছরের কর মেটাতে পারবে ছোট বাণিজ্যিক গাড়ি।