বাজার ছাড়া দামে জানলা বিক্রি মার্লিন গ্রুপকে, সুজয়কৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ED-র

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সংস্থার বিরুদ্ধে সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগ। এমনকী কাকুর টাকাও ওই নামি নির্মাণ সংস্থায় বিনিয়োগ হয়েছে বলে মনে করছেন ইডির গোয়েন্দারা। এবিষয়ে জেরা করতে বৃহস্পতিবার দুপুরে নির্মাণ সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতাকে তলব করেছিল ইডি। তাঁকে জেরা করছেন গোয়েন্দারা।

অভিযোগ, কালীঘাটের কাকুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নির্মাণসংস্থা মার্লিন গোষ্ঠীর। কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা SD কন্সালটেন্সির দফতরে একাধিক বৈঠক করেছেন মার্লিন গ্রুপের কর্তারা। ইডি জানতে পেরেছে মার্লিন গ্রুপের বিভিন্ন প্রকল্পে বাজারের থেকে কয়েক গুণ দামে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করত কালীঘাটের কাকুর সংস্থা। সুজয়কৃষ্ণকে গ্রেফতারির পর মার্লিন গ্রুপের দফতরে তল্লাশি চালিয়ে একটি ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। তবে সেই ফোন এখনো আনলন করতে পারেননি তাঁরা। সূত্রের খবর সুশীলবাবুকে দিয়ে সেই ফোন আনলক করার চেষ্টা হতে পারে।

তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, সুজয়কৃষ্ণের কালো টাকা মার্লিন গ্রুপে বিনিয়োগ হয়েছে। এব্যাপারেও সংস্থার কর্তাকে ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সঙ্গে কোন সুবিধার বিনিময়ে কালীঘাটের কাকুর সংস্থা থেকে বেশি দামে অ্যালুমিনিয়ামের জানলা কেনা হত তাও জানতে চান তদন্তকারীরা।