সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা, কেন্দ্রের তদন্ত কমিটি

সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি ঘটন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগের দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সানি মোহাম্মদ আকাশ। তিনি বলেন, হামলার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদত, সহসভপতি বরিকুল ইসলাম বাধন, সহসভাপতি মাইনুল হাওলাদা ও আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দাঁড়িয়াপাড়া এলাকায় প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা গুলি ছোড়ার পাশপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হন প্রবাল চৌধুরী।

ঘটনার পর প্রবাল চৌধুরী বলেছিলেন, সম্প্রতি আমার ফেসবুক আইডিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে লেখালেখির পাশাপাশি চিনি চোরাচালান নিয়ে কয়েকটি পোস্ট দিই। এসব পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় হামলায় নেতৃত্ব দেন।