Seema Haidar: সীমা কি পাকিস্তানে ফিরে যাচ্ছেন? কাটা হল রিটার্ন টিকিট, সত্যিটা জানুন

সীমা হায়দার কি পাকিস্তানে ফিরে যাচ্ছেন? তাঁর রিটার্ন টিকিট কি কাটা হয়ে গিয়েছে? তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই রিটার্ন টিকিটের ছবি ঘুরছে। শুধু সীমা নয়, সিনেমা পরিচালক অমিত জানির রিটার্ন টিকিটও কাটা হয়েছে বলে খবর। অমিত জানি করাচি টু নয়ডা বলে একটি ফিল্ম তৈরির উদ্যোগ নিয়েছেন। সেই ফিল্মকে কটাক্ষ করেছেন ঠাকুর অভিষেক সোম নামে এক ব্যক্তি। তিনি অমিত আর সীমা দুজনেরই টিকিট কেটেছেন বলে খবর। করাচি টু নয়ডা নামে একটি ফিল্মের পোস্টারও তিনি শেয়ার করেছেন। কিন্তু কেন তিনি সীমার টিকিট কেটে তাঁকে পাকিস্তানে পাঠাতে চাইছেন?

তিনি দাবি করেছেন, এই সব ষড়যন্ত্রকারীদের ভারতে থাকার কোনও অধিকার নেই। নায়িকাকে নিয়ে আপনি পাকিস্তানে ফিরে যান। তাঁর দাবি অমিত জানি ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্য়ে বিভাজন তৈরির চেষ্টা করছেন।

এদিকে অমিত জানি পালটা টুইট করে জানিয়েছেন, অভিষেক তুমি অনেক বাচ্চা আছো। আপনার নেতা অখিলেশ যাদবকে পাঠিয়ে দিন। এই দেশকে কি বাবরের সন্তানদের তৈরি যে আমাদের পাকিস্তানে যেতে হবে।

তবে এই টিকিটের সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে সেই পোস্টে দেখা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ সালের জন্য অমিত জানি আর সীমা হায়দারের টিকিট বুক করা হয়েছে। টিকিটটি মুম্বই থেকে করাচি পর্যন্ত কাটা হয়েছে। তবে শেষ পর্যন্ত সীমা বা অমিত ওই টিকিট নিয়ে পাকিস্তানে ফিরবেন কি না তা অবশ্য় নিশ্চিত নয়।

পাবজি খেলতে গিয়ে ভারতের যুবক সচিন মীনার সঙ্গে আলাপ হয়েছিল সীমার। এরপর সেই আলাপ ক্রমে গভীর হয়। এরপর একটা সময় সচিন সীমান্ত পেরিয়ে চার সন্তানকে নিয়ে সোজা ভারত। আর এখানেই মূল সন্দেহ দানা বাঁধে। কার্যত ভিসা ছাড়াই তিনি পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। সেটা কীভাবে সম্ভব হল?

এদিকে উত্তরপ্রদেশ এটিএস ইতিমধ্য়েই তার সম্পর্কে তদন্ত শুরু করেছে। তিনি পাকিস্তানের চর কিনা সেটাও দেখা হচ্ছে। তবে সীমা জানিয়েছেন, তিনি পাকিস্তানে ফিরতে চান না। তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে ভারতীয় নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন।

তবে ভারতে আসার পরে সীমার ভাগ্য অবশ্য় ফিরতে শুরু করেছে। তাঁকে সিনেমাতে অভিনয়ের অফারও দেওয়া হয়েছে বলে খবর। তবে তিনি অবশ্য় এটিএসের অনুমতি না পেলে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।