Supreme court: কলকাতা হাইকোর্টে বদলিতে আপত্তি পাটনার বিচারপতির, নির্দেশ বহাল রাখল SC

পাটনা হাইকোর্টের এক বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কলকাতা হাইকোর্টে আসতে চাইছেন না ওই বিচারপতি। সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি বিবেচনার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। তবে শেষমেষ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তাঁকে কলকাতা হাইকোর্টে যেতে হবেই। পাটনা হাইকোর্টের ওই বিচারপতির নাম মধুরেশ প্রসাদকেল। এর ফলে দ্রুত কলকাতা হাইকোর্টে বদলি হয়ে আসবেন ওই বিচারপতি। 

আরও পড়ুন: জ্বরে আক্রান্ত হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি, আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ

নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট কলোজিয়াম পাটনা হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছিল। তবে সামনেই বোর্ডের পরীক্ষা রয়েছে বিচারপতির ছোট ছেলের। এ বিষয়টি জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের কাছে নির্দেশ বিবেচনার জন্য আবেদন জানিয়েছিলেন। বিচারপতি জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁর ছোট ছেলের বোর্ডের পরীক্ষা রয়েছে। তাই তাঁর বদলির নির্দেশ বিবেচনা করা হোক। কিন্তু, শেষমেষ বিচারপতির সেই আবেদন গ্রহণ করেনি না সুপ্রিম কোর্ট কলোজিয়াম। শীর্ষ আদালত পাটনা আদালতের বিচারপতির আবেদনের যুক্তি খুঁজে পাইনি। তাই পূর্বের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির কলোজিয়াম। 

পাটনা হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলির জন্য গত ৩ অগাস্ট প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট কলোজিয়াম। কলকাতা হাইকোর্টে ভালো প্রশাসকের প্রয়োজন রয়েছে, এই জানিয়ে বদলি করার প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট কলোজিয়াম। তবে এই প্রস্তাব পাওয়ার ৫ দিন পরেই গত ৮ অগাস্ট তিনি সুপ্রিম কোর্ট কলোজিয়ামকে চিঠি পাঠিয়ে বদলির বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। অবশ্য বিচারপতির আবেদন পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কলোজিয়াম গতকাল বৃহস্পতিবার পূর্বের নির্দেশিকা বহাল রাখে।

প্রসঙ্গত, হাইকোর্টে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে বিচারপতিদের বদলি সবকিছুই খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কলোজিয়াম। সেক্ষেত্রে কাউকে বিচারপতি করা হলে সংশ্লিষ্ট হাইকোর্টের সুপারিশ মেনে বিচারপতি পদপ্রার্থীদের নাম খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কলোজিয়াম। তারপর কলোজিয়ামের পক্ষ থেকে বিচারপতি পদপ্রার্থীদের নাম পাঠানো হয় কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রকে। বদলির ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কলোজিয়াম বিষয়টি খতিয়ে দেখে। প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা ৪৯ জন. তবে কলকাতা হাইকোর্টের বিচারপতির মোট শূন্য পদ হল ৭২ টি।