ওয়ানডেতে দারুণ খেলে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আসিফ

গত কয়েক মাস ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলছেন আসিফ খান। যে কারণে টি-টোয়েন্টিতে খেলার দরজা খুলে গেলো তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাত ১৬ জনের দল ঘোষণা করেছে, সেখানেই রয়েছে আসিফের নাম।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার নেতৃত্ব দিতে যাচ্ছেন মোহাম্মদ ওয়াসিম। এই বছরের শুরুর দিকে সিপি রিজওয়ানের উত্তরসূরি হয়ে ওয়ানডে দলের দায়িত্ব নেন তিনি। এবার কুড়ি ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব করবেন।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের নবম স্থান নির্ধারণী প্লে অফে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ বলে অপরাজিত ১৫১ রান করেন আসিফ। মার্চে নেপালের বিপক্ষে করেন ৪৫ বলে অপরাজিত ১০২ রান, যা চতুর্থ দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি এবং কোনও সহযোগী দেশের হয়ে সবচেয়ে দ্রুত। দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮৪ বলে ১০৩ রান করেন আসিফ।

আমিরাতের দলে দুজন আনক্যাপড খেলোয়াড়কেও রাখা হয়েছে। ২২ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ ফারাজউদ্দিন ও ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার যশ জ্ঞাণী। দুজনের কেউই কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।

অভিজ্ঞ রিজওয়ান, রোহান মুস্তফা কিংবা কার্তিক মেয়াপ্পনের জায়গা হয়নি। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে আমিরাতের শেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন তারা। 

আগামী ১৭ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আমিরাত স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলি নাসির, আংশ ট্যান্ডন, আরিয়ানশ শর্মা, আসিফ খান, আয়ান আফজাল খান, বাসিল হামিদ, ইথান ডি’সুজা, মোহাম্মদ ফারাজউদ্দিন, যশ জ্ঞাণী, জুনায়েদ সিদ্দিকী, লাভপ্রীত সিং, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, সাঞ্চিত শর্মা, ভৃত্য অরবিন্দ, জহুর খান।