Jadavpur student death: ‘পরিবারের একমাত্র আস্থা মমতা’, যাদবপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখার পর ব্রাত্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পরেই তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছিলেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে। বুধবার নদিয়ার বগুলাতে মৃত ছাত্রের মায়ের সঙ্গে দেখা করে একই আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। পরিবারের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। এই মৃত্যুর ঘটনায় অবশ্যই বিচার মিলবে। তিনি বলেন, ‘পরিবারের একমাত্র আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পড়ুন: কেন হস্টেলে সিসিটিভি ছিল না? যাদবপুর কাণ্ডে হাইকোর্টে মামলা দায়ের তৃণমূল নেতার

এদিন দুপুরে তৃণমূল কংগ্রেসের থেকে যে প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করেন ব্রাত্য বসু ছাড়াও সেই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। জানা গিয়েছে, প্রতিনিধি দলকে দেখার পরেই কান্নায় ভেঙে পড়েন মৃত ছাত্রের মা। তখন সায়নী ঘোষ তাঁকে সান্ত্বনা দেন। মৃতের মা প্রতিনিধি দলকে জানান, তাঁর ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলেন। ওই বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাইছিলেন তাঁর ছেলে। এরপরেই ব্রাত্য বসু আশ্বাস দেন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা অবশ্যই শাস্তি পাবে। শুধু তাই নয়, মৃত ছাত্রের ছোট ভাইয়ের পড়াশোনার বিষয়টিও তাঁরা দেখবেন বলে জানিয়েছেন। 

উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার মধ্যরাতে হস্টেলের তিনতলা থেকে পড়ে যান প্রথম বর্ষের পড়ুয়া। নগ্ন ও অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনার পরে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত নেমে প্রথমে পুলিশ এক প্রাক্তনীকে গ্রেফতার করে। এরপর আরও দুজনকে গ্রেফতার করে। পরে আজ বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়াও এই ঘটনার পরেই ওই পড়ুয়া অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানতে পেরেছিল পুলিশ। এমনকী বিষয়টি ডিন অফ স্টুডেন্টকেও জানানো হয়েছিল। সেক্ষেত্রে পরের দিন ডিন অফ স্টুডেন্টের যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে মৃত্যু হয় ছাত্রের। পাশাপাশি এই ঘটনার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া জানিয়ে দেওয়া হয় যে হস্টেলে অতিথি হিসেবে কেউ থাকতে চায়লে আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।