ODI World Cup 2023 England Squad ICC Mens Cricket WC 15 Person Provisional Squad Ben Stokes

লন্ডন: জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত তাতেই সিলমোহর পড়ল। ওয়ান ডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। অবসরের সিদ্ধান্ত বদলে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ইংল্যান্ড দলে রাখা হল বেন স্টোকসকে (Ben Stokes)। ভারতের মাটিতে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপেও যে ইংল্যান্ডের দলে স্টোকসকে রাখা হবে, তাও কার্যত নিশ্চিত হয়ে গেল। 

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি। ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। টেস্ট ক্রিকেটে আরও মনোনিবেশ করার জন্য। তবে সেই সিদ্ধান্ত পাল্টেছেন ইংরেজ অলরাউন্ডার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজেও খেলবেন স্টোকস।

তিন ধরনের ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারবেন না বলে ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন বেন স্টোকস। মাত্র ৩২ বছর বয়সে। তিনি জানিয়েছিলেন, একশো শতাংশ দিতে না পারলে জাতীয় দলের হয়ে খেলাই উচিত নয়। 

 

গত বছর নভেম্বর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নেপথ্যেও কাণ্ডারি ছিলেন স্টোকস। তিনি ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার তাঁর সঙ্গে কথা বলে স্টোকসকে রাজি করান। 

 

ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লিউক রাইট বলেছেন, ‘ঠিক ওর মত পরিবর্তনের ব্যাপার ছিল না। ফিরে আসতে ও বরাবরই আগ্রহী ছিল। অ্যাশেজ় সিরিজ ওর কাছে প্রধান ছিল। তারপর ও বিশ্রাম নিচ্ছিল। শরীর যাতে ধকল কাটিয়ে উঠতে পারে। ওকে অনুনয় বিনয় করার মতো কিছু হয়নি। ও নিজে ভীষণ আগ্রহ দেখিয়েছিল। আমরা আপ্লুত। আশা করছি ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরাও খুব উজ্জীবিত হবেন এই খবরে।’

ইংল্যান্ডের ওয়ান ডে দল: জস টলার (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, মঈন আলি, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial