IND vs IRE: ''এই বুমরাকেই দেখার জন্য অপেক্ষা করছিল গোটা বিশ্ব''

<p style="text-align: justify;"><strong>ডাবলিন:</strong> আয়ারল্যান্ডের (IND vs IRE) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (T20 Cricket Match) জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ডাকওয়ার্থ লুইস ২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। ম্যাচে সবার নজর ছিল যশপ্রীত বুমরার (Jasprit Bumraj) দিকে। বিশ্বকাপের আগে এই সিরিজ একপ্রকার অ্যাসিড টেস্ট তারকা পেসারের জন্য়। তিনি কতটা ফিট, তার ওপর নির্ভর করছে আগামী <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a> ও বিশ্বকাপের মঞ্চে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে বুমরার অন্তর্ভূক্তি। যদিও গতকালের ম্যাচে বুমরার পারফরম্যান্স কিন্তু মুখে হাসি ফোটাবে <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মা ও রাহুল দ্রাবিড়ের। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বুমরার প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই।&nbsp;</p>
<p style="text-align: justify;">গতকাল কামব্যাক ম্যাচে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। শুধু তাইই নয়, নিজের প্রথম ওভারেই ২ টো উইকেট তুলে নেন তিনি। বিষ্ণোই বলছেন, ”যশপ্রীত বুমরা এমনই একজন বোলার। গোটা বিশ্ব তাঁর বোলিং দেখেছে। কামব্যাকের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সে। প্রথম বলটা সঠিক জায়গায় ফেলতে পারেনি। কিন্তু এরপরের ডেলিভারিগুলো ছিল দেখার মত। এই বুমরাকেই সবাই দেখতে চেয়েছিল।”</p>
<p style="text-align: justify;">এদিকে,&nbsp;প্রত্যাবর্তন ম্যাচে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। বলছেন, ”প্রত্য়াবর্তনে আমি খুবই খুশি। আমি কোনও সময়ই নার্ভাস ছিলাম না। বরঞ্চ বেজায় খুশি কামব্যাক করতে পেরে। আর সবচেয়ে বড় কথা যখন নেতৃত্ব দিতে হয় দলের, তখন গোটা দলকে নিয়ে ভাবতে হয়। শুধু নিজের পারফরম্যান্স নিয়ে ভাবলে হয় না।”</p>
<p>২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পিঠের চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল বুমরাকে। গত এক বছরের যাত্রাপথটা কেমন ছিল? তারকা ডানহাতি পেসার বলছেন, ”এনসিএতে অনেকটা সময় কাটিয়েছি। কখনওই হাল ছেড়ে দেইনি। পরিশ্রম করছিলাম ভীষণভাবে। সেখানকার স্টাফদের অনেকটা কৃতিত্ব প্রাপ্য। তাঁরা আমার জন্য অনেকটা সময় দিয়েছেন। আমাকে ফিট হয়ে উঠতে সাহায্য করেছেন।”</p>
<p>উল্লেখ্য, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর।&nbsp;</p>
<p>&nbsp;</p>