ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজের ফল প্রকাশ

বাংলাদেশের শিক্ষার্থীদের জুন-২০২৩ সিরিজের ফল প্রকাশ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। বুধবার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটির ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর আগে ১০ আগস্ট ‘এএস’ এবং ‘এ’ লেভেলের ফল প্রকাশ করে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৩৬ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছিলেন। আইজিসিএসই এবং ও লেভেলের পরীক্ষার্থীদের কাছে পছন্দের বিষয় ছিল বাংলা, ইংরেজি ও গণিত এবং এএস ও এ লেভেলে ছিল পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ১৪৭টি দেশের পাঁচ হাজার ৬০০টি স্কুলে থেকে ১৭ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন, যা গত বছরের থেকে ১১ শতাংশ বেশি।