Pakistan Blast: ফের বিস্ফোরণ পাকিস্তানে, ১১জন শ্রমিকের মৃত্যু, উড়ে গেল ভ্যান

ফের বিস্ফোরণ পাকিস্তানে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গুলমির কোট এলাকায় ১১জন শ্রমিকের মৃত্যু। দুজন জখম হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, একটা ভ্যানের মধ্য়ে এই বোমা বিস্ফোরণ হয়।

এদিকে সপ্তাহখানেক আগেই বাজাউর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেখানে সব মিলিয়ে প্রায় ৬৩জনের মৃত্যু হয়েছিল। তার মধ্য়ে ২৩জন শিশুও ছিল। অন্তত ২০০জন জখমও হয়েছিল। ফের বিস্ফোরণ পাকিস্তানে।

আল জাজিরা সূত্রে খবর, ইসলামিক স্টেট গ্রুপ এই ঘটনার দায় নিয়েছে। সেদিন পাকিস্তানের ভোটের সভাকে টার্গেট করা হয়েছিল। সেদিন জামিয়ত উলেমা-ই -ইসলাম দলের সভার মঞ্চের কাছেই বিরাট বিস্ফোরক শরীরে বেঁধে দাঁড়িয়েছিল এক আত্মঘাতী মানব বোমা। এরপরই বিস্ফোরণ হয়। যখন লোকজনের ভিড় জমে তখনই নিজেকে উড়িয়ে দেয় ওই ব্যক্তি। সেদিন দুপুর ২টো নাগাদ সভার কাজ শুরু হয়েছিল। একে একে লোকজন জড়ো হতে থাকে। ক্রমেই ভিড় জমতে থাকে। বিকাল ৪টে ১০ মিনিটে বিরাট বিস্ফোরণ হয় সেই সময়। ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়।

তবে এবারই প্রথম নয়। এর আগেও একের পর এক বিস্ফোরণ হয়েছে পাকিস্তানে। সম্প্রতি বালুচিস্তানের গদর পুলিশ স্টেশনের কিছু দূরে হামলার ঘটনা হয়েছিল। গ্লোবাল টাইমসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যায়, কনভয়ের গাড়িতে হামলার তেজ এতটাই ছিল যে, গাড়ির কাচ ভেঙে যায়। বহু গাড়িতে কাচে ফাটল দেখা যায়। গত সপ্তাহেই বালুচিস্তানের পাঞ্জগুর এলাকায় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এক বিস্ফোরণে মারা যান। সেদিনের ওই ল্যান্ডমাইন বিস্ফোরণে মোট ৭ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইশতাক ইয়াকুবকে নিয়ে সেদিন রওনা হয়েছিল তাঁর গাড়ি। পাঞ্জগুড়ের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন, আততায়ীরা সেদিন গাড়িকে টার্গেট করে প্রত্যন্ত জায়গায় ওই ল্যান্ড মাইনটি রেখে দিয়েছিল।

ফের বিস্ফোরণ পাকিস্তানে। এবার ভ্যানের মধ্য়ে বিস্ফোরণ। মৃত ১১জন শ্রমিক।