ODI World Cup: Indian Squad For Asia Cup To Be Announced Today, Indication For World Cup Team Likely To Be Delivered

নয়াদিল্লি: হাতে আর সর্বোচ্চ ১৫ দিন। তার মধ্যেই বিশ্বকাপের (ODI World Cup) প্রাথমিক দল ঘোষণা করে দিতে হবে। এই পরিস্থিতিতে আজ, সোমবার, ২১ অগাস্ট দুপুরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করা হবে। যে দল দেখলেই বোঝা যাবে, বিশ্বকাপের দলে কারা থাকতে চলেছেন। এশিয়া কাপের দলে তাঁদেরই রাখার কথা, বিশ্বকাপের দলে যাঁদের ভাবা হচ্ছে।

বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যার মধ্যে অন্যতম, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার কি সম্পূর্ণ ফিট? তাঁদের কি এশিয়া কাপের দলে রাখা হবে? যশপ্রীত বুমরাকে এশিয়া কাপের দলে রাখা হবে? নাকি আয়ার্ল্যান্ড সিরিজের পর তাঁকে বিশ্রাম দেওয়া হবে বিশ্বকাপে তরতাজা রাখার জন্য?

সোমবার দুপুর দেড়টায় নয়াদিল্লিতে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। সাম্প্রতিক সময়ে দিল্লির বুকে দল ঘোষণাও বেশ ব্যতিক্রমী ছবি। জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরের একটি সাংবাদিক বৈঠক করার কথা। যা ইদানীং আর হয়ই না। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে প্রবল বিতর্কের পর থেকেই এখন দল নির্বাচনের পর বিবৃতি পাঠিয়েও কাজ সারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের কোনও প্রশ্ন করার সুযোগই দেওয়া হয় না। যদিও সেই ছবিটা ভাঙতে চলেছে সোমবার।

অন্যতম নির্বাচক শিবসুন্দর দায় এখন আয়ার্ল্যান্ডে। ভারতীয় দলের সঙ্গে গিয়েছেন। তিনি ভিডিও কলে যোগ দেবেন নির্বাচনী বৈঠকে। রাহুল দ্রাবিড়ও থাকবেন। কোচকে নির্বাচনী বৈঠকে রাখার চল সাধারণত ভারতীয় ক্রিকেটে না থাকলেও বিশ্বকাপের আগে দ্রাবিড়কে রেখেই দল বাছা হবে বলে খবর।

ওয়ান ডে বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। অর্থাৎ, হাতে আর সর্বোচ্চ দিন পনেরো সময়। তাই এশিয়া কাপের দলই বিশ্বকাপের প্রাথমিক দলের ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন সকলে। বেশ কয়েকজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। চোট আঘাতের কথা মাথায় রেখে। এশিয়া কাপ খেলতে কলম্বো রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে দিন ছয়েকের প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল।

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial