Viral Video: থাপ্পড় খাবে! পুলিশ গাড়ি ধরতেই বিচারপতির ছেলের ‘দাদাগিরি,’ দেখুন ভিডিয়ো

গাড়িতে লেখা ডিস্ট্রিক্ট জাজ। সেই গাড়িটি নো পার্কিং জোনে রাখা ছিল। পুলিশ সেটাকে আটকে দেয়। এরপরই এক যুবক চিৎকার করে হুমকি দিতে থাকেন, যদি গাড়ি ফেরৎ না দাও তাহলে কিন্তু ভালো হবে না! সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। এমনকী গাড়ি ফেরৎ না দিলে জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়। ওই যুবকের সঙ্গে তার মা ছিলেন বলে খবর। উত্তরপ্রদেশের হজরতগঞ্জের ঘটনা। গাড়িটি গাজিয়াবাদ নম্বরের।

তবে পুলিশ অবশ্য চাপের কাছে মাথা নোয়ায়নি। এদিকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, এক্ষুনি গাড়ি ফেরৎ দাও। না দিলে চার থাপ্পড় খাবে। এখানে খেতে চাও নাকি থানায় খেতে চাও। যেখানে খুশি কথা বল। কিন্তু আমার গাড়ি ছেড়ে দাও। এরপর সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা বলেন, জয়েন্ট কমিশনার অফ পুলিশের সঙ্গে কথা বলে নিন। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুলিশ

 

এদিকে লখনউ পুলিশ সম্প্রতি বেআইনী গাড়ি যেগুলি নো পার্কিং জোনে রাখা হচ্ছে তার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সেখানে গাড়ি পেলেই আটকে দেওয়া হচ্ছে। চালান না কাটা পর্যন্ত তা সেখানেই থাকবে।

এদিকে প্রায় আধঘণ্টা ধরে এই নাটকবাজি চলতে থাকে। শেষ পর্যন্ত পদস্থ পুলিশকর্তারা আসেন। তাঁরা যুবককে বলেন ১১০০ টাকার জরিমানা দিন।

সেই ভিডিয়োতে দেখা যায়, এক পুলিশকর্মীকে রীতিমতো ধমকি দিচ্ছেন ওই যুবক। মুখে মাস্ক পরা। তিনি বলতে থাকেন। আমার গাড়িকে কেন আটকালে? এক্ষুনি গাড়ি খুলে দাও। এরপরই শুরু হয় চোটপাট। তবে পুলিশ কর্মী পরিষ্কার জানিয়ে দেন, নিয়ম মেনেই কাজ করেছি। জরিমানা না দিলে গাড়ি পাবেন না। রীতিমতো মেরুদণ্ড দেখিয়েছে পুলিশ।

এক নেটনাগরিক লিখেছেন, শুধু ১১০০ টাকা নয়, ইউনিফর্মের মর্যাদাহানির জন্য তার আরও জরিমানা হওয়া দরকার।

অপর একজন লিখেছেন, নির্মলা ম্যাডামের এবার পরের বাজেটে ইউনিফর্ম সেস বসানো দরকার। অপর একজন লিখেছেন, আসলে তিনি না শুনতে অভ্যস্ত নন। পুলিশের কাছে না শুনে তিনি মানসিকভাবে তাঁর সংযম হারান।