আমি নির্দোষ, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আদালতে ঢোকার সময় বললেন সৌরভ চৌধুরী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ। হেফাজতের মেয়াদ শেষে মঙ্গলবার সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনতোষ ঘোষকে আদালতে পেশ করে পুলিশ। আদালতে ঢোকার সময় সৌরভ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি নির্দোষ। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। ১১ অগাস্ট গ্রেফতার হন সৌরভ। পরদিন গ্রেফতার হন দীপশেখর ও মনতোষ। গ্রেফতারির পর থেকে তারা পুলিশ হেফাজতে ছিল। মঙ্গলবার তাদের হেফাজতের মেয়াদ শেষ হলে ফের আদালতে পেশ করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, ধৃতদের আরও ৩ দিনের জন্য হেফাজতে চাইবেন তদন্তকারীরা।

এদিন আদালতে প্রিজন ভ্যান থেকে নেমে কোর্ট লক আপে ঢোকার সময় সাংবাদিকদের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী বলেন, আমি নির্দোষ। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

বলে রাখি, এর আগেও একই দাবি করেছিলেন সৌরভ। এমনকী ওই রাতে কোনও ব়্যাগিং হয়নি বলেও দাবি করেন তিনি। ওদিকে মঙ্গলবার আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং প্রতিরোধী আইনের ৪ নম্বর ধারা যোগ করতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।