মস্কোর পর বেলগোরোডে ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেলগোরোডের গভর্নর ভিয়াশেসলভ গ্লাডকোভ অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোডে কিয়েভ আক্রমণ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, রাস্তায় মানুষ চলাচল করছিল এমন সময় ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

কিয়েভ এই দুটি ঘটনার দায় স্বীকার করেনি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোডে প্রথম ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই অঞ্চলে দ্বিতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, বেলগোরোডে ড্রোন হামলার পাশাপাশি মস্কোতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একটি নির্মাণাধীন ভবনে এই হামলা করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, মস্কো অঞ্চলের মোজাইস্কি ও খিমকি এলাকায় দুটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।