৩০,০০০ খালি পদ কিন্তু দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না, আক্ষেপ করছে Larsen & Toubro

ভারতীয় বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর প্রায় ৩০ হাজার দক্ষ শ্রমিকের প্রয়োজন, কিন্তু ফার্মের সিইও এবং এমডি এসএন সুব্রহ্মণ্যম জানিয়েছেন যে, এই পরিমাণ দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিনি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, ভারতে শ্রমিকের অভাব না থাকলেও, অভাব রয়েছে দক্ষ শ্রমিকের। এর জন্য ভারতের শ্রমিকদের দক্ষ করার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন যে ভারতের শ্রমিকদের অটোমেশনের কাজে দক্ষ করতে হবে, এটি শ্রমিকদের কাজ পাওয়ার সুযোগ বৃদ্ধি করবে। সুব্রহ্মণ্যনমআরও জানান যে, দক্ষ শ্রমিকের অভাবের কারণে কোম্পানির ব্যালেন্স শিটে বড় ক্ষতি হয়েছে। তিনি জানান, ফার্মে দক্ষ শ্রমিক ছাড়াও ছুতার, রাজমিস্ত্রি এবং ভারী মাটির কাজের জন্য শ্রমিক প্রয়োজন হয়।

(আরও পড়ুন: Mamata on Mizoram Rail Brige Collapse: মিজোরামে রেলসেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলারও বহু শ্রমিক, নজর রাখছেন মমতা) 

লিঙ্কডইনের একটি গবেষণায় উঠে এসেছে যে, দক্ষতা-ভিত্তিক নিয়োগের কারণে, ৮২ শতাংশ ভারতীয় পেশাদাররা মনে করেন যে কোম্পানিগুলি এখন পেশাদারদের নিয়োগ করার ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার চেয়ে শ্রমিকের সঠিক দক্ষতার উপর লক্ষ্য রাখছে। ৮৪ শতাংশ ভারতীয় পেশাদাররা বিশ্বাস করেন যে, ভবিষ্যতে নিয়োগকর্তারা কোনও একটি নির্দিষ্ট কাজের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন পেশাদারদের নিয়োগ করবেন। লারসেন অ্যান্ড টুব্রোর দাবি, ভারতের মত দেশে বিপুল শ্রমবাহিনী থাকলেও অভাব দক্ষ শ্রমিকের। এই ঘাটতি পূরণ করতে হবে অভিমত এই বহুজাতিক সংস্থার।

(আরও পড়ুন: Mizoram Rail Bridge Collapse: কান্নার রোল! হাহাকার! মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মালদার একটি গ্রামেই ১৭জনের মৃত্যু )

ভারতীয় বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর, অস্ট্রেলিয়ায় পেরডাম্যানের ইউরিয়া প্ল্যান্টের একটি অর্ডার পেয়েছে। সেই প্রসঙ্গে সুব্রহ্মণ্যম এই কথা বলেন । এই প্ল্যান্টটি পশ্চিম অস্ট্রেলিয়ার কররাথা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে বুরপ উপদ্বীপে নির্মিত হবে। এই ইউরিয়া প্ল্যান্টটি কাজ শেষ হলে এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম ইউরিয়া প্ল্যান্ট এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ইউরিয়া প্ল্যান্ট হবে। এই কাজের পথে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে দক্ষ কর্মীর অভাব। অস্ট্রেলিয়ায় পেরডাম্যানের চেয়ারপার্সন বিকাশ রাম্বল বলেন, যে এই ইউরিয়া প্ল্যান্টটির কাজ সমাপ্ত হলে এটি অস্ট্রেলিয়ায় উচ্চমানের ইউরিয়ার একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য স্থান হবে।