ECI New Icon Sachin Tendulkar: ভোটারদের সচেতন করতে মাঠে নামবেন সচিন, ছক্কা মারল নির্বাচন কমিশন

আমন সিং

ভোটারদের মধ্যে সচেতনতা আনতে ও ভোট সম্পর্কে শিক্ষা দিতে ভারতের গর্ব ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে বেছে নিল ভারতের নির্বাচন কমিশন। নিউ দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে ও অরুন গোয়েলের উপস্থিতিতে এই সংক্রান্ত মউ স্বাক্ষরিত হয়েছে।

ক্রিকেট তারকা, ভারতের গর্ব সচিন উপস্থিত ছিলেন সেখানে। সচিন জানিয়েছেন, আমরা ভারতের বৃহত্তম গণতন্ত্রের দেশ। ভোটদান করাটা আমাদের অন্যতম দায়িত্ব। এই দায়িত্বটা কোনওভাবেই অস্বীকার করা যায় না। কখন ভোট হচ্ছে, কখন আমাদের ভোট দিতে যেতে হবে এসব সম্পর্কে আমাদের জানতে হবে।

তিনি বলেন, দেখুন বিশ্বের মধ্যে আমাদের দেশে গড় কমবয়সি যুবকদের সংখ্য়া সবথেকে বেশি। কিন্তু ভোটের প্রশ্নে কি আমরা বলতে পারি যে আমরা দায়িত্ববান দেশ? সততার সঙ্গে এটাই উত্তর হওয়া দরকার যে , না!

তেন্ডুলকর জানিয়েছেন, যখন আমরা নির্বাচন কমিশনের কথা বলছি তখন কিছু নম্বর আমার মনে আসছে। ৬০০ মিলিয়ন ভোটার ছিলেন। ১০ মিলিয়ন ভোটকর্মী ও পুলিশ মোতায়েন ছিলেন। আমি এটা জেনে খুব খুশি হয়েছি প্রতিটি বাড়ি থেকে ২ কিমির মধ্য়ে একটি করে বুথ তৈরি করা হয়। এটা একটা বড় ব্যাপার।

ভোটারদের সচেতন করতে এবার ভারতের নির্বাচন কমিশনের ভরসা সচিন তেন্ডুলকর। এবার ভোটারদের সচেতন করতে মাঠে নামবেন সচিন। এর আগে পঙ্কজ ত্রিপাঠি, এমএস ধোনি, আমির খান, মেরি কমকে ভোটারদের সচেতন করতে মাঠে নামানো হয়েছিল। এবার মাঠে নামবেন সচিন।