Calcutta High Court: শুভেন্দুর সভার আগে খেজুরিতে ১৪৪ ধারা জারি করে আবার আদালতের চড় খেল মমতার সরকার

শুভেন্দু অধিকারীর সভার আগে খেজুরিতে ১৪৪ ধারা জারি করে আদালতে ফের চড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিয়ে রাজ্য সরকারকে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘বাচ্চাদের মতো ঝগড়া করবেন না।’

গত ১৯ অগাস্ট খেজুরিতে সভা করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগের দিন আইনশৃঙ্খালার কারণ দেখিয়ে সেখান ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক। এর পর ২৬ অগাস্ট সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চান শুভেন্দুবাবু। কিন্তু পুলিশ আর অনুমতি দেয়নি। ১৪৪ ধারা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভেন্দুবাবুকে ২৬ অগাস্টই সভা করার অনুমতি দিয়েছে আদালত।

এদিন শুভেন্দুবাবুর আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে বলেন, ‘১৯ তারিখ খেজুরিতে শুভেন্দুবাবুর সভা ছিল। তার আগে ১৮ তারিখ প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে দিয়েছে। তার পর ২৬ অগাস্ট সভা করার কথা জানিয়ে পুলিশের কাছে আবেদন জানানো হলেও পুলিশ অনুমতি দেয়নি।’

একথা শুনে রাজ্যকে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘বাচ্চাদের মতো আচরণ করবেন না। এটা বাচ্চাদের মতো ঝগড়া হয়ে যাচ্ছে। যেহেতু ওখানে বিরোধী দলনেতার সভা হচ্ছে তাই ১৪৪ ধারা জারি করে দিলেন। যাদবপুরে এত কিছু হয়েছে সেখানে ১৪৪ ধারা জারি করেছেন? ভাঙড় থেকেও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।’

পুলিশের উদ্দেশে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘এটা পুলিশ শাসিত রাজ্য নয়। এখানে জরুরি অবস্থাও জারি নেই। তাই যখন খুশি ১৪৪ ধারা জারি করা যায় না।’

এর পরই বিচারপতি সেনগুপ্ত জানান ২৬ অগাস্ট খেজুরিতে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। বেলা ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সভা করতে হবে। সভায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে।