Chandrayaan 3 Mission: চন্দ্রযান-৩ এর কর্মকাণ্ড গোপনে ক্যামেরাবন্দি করেছে চন্দ্রযান-২! ছবি পোস্ট করেও ডিলিট করল ইসরো

গোপনে চন্দ্রযান-৩ এর ওপর নজর রাখছে চন্দ্রযান-২? চন্দ্রযান-৩ কী করছে চাঁদের বুকে, তার ছবি তুলে ধরেছে চন্দ্রযান-২। যে চন্দ্রযান-২ ঘিরে গোটা দেশ ২০১৯ সালে কার্যত হতাশায় ভেঙে পড়েছিল। সেবার চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়েছিল ইসরোর সেই যান। তবে সে যে মহাকাশে একেবারেই ব্যর্থ তা নয়! আর তার প্রমাণই মিলল ইসরোর শুক্রবারে পোস্ট করা ও পরক্ষণেই ডিলিট করা ছবিতে। যে ছবিতে চন্দ্রযান-৩ এর গতিবিধি তুলে ধরেছে চন্দ্রযান-২।

খুব ভেঙে বলতে গেলে, চন্দ্রযান ২ এর অরবিটার থেকে নেওয়া হয়েছে ওই ছবিগুলি। ইসরো যে পোস্টটি করেছিল, তাতে লেখাছিল,’আমি গুপ্তচর হয়ে নজর রাখছি। চন্দ্রযান২ এর অরবিটার ফটোশ্যুট করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের। চন্দ্রযান-২ এর অরবিটার হাই রেজোলিউশন ক্যামেরা (ওএইচআরসি) র সঙ্গে রয়েছে চাঁদের চারপাশে ঘোরা যাবতীয় জিনিসের মধ্যে সেরা রেজোলিউশন।’ তবে সেই ছবি খানিক বাদেই ডিলিট করে দিয়েছে ইসরো। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর এই এক্স পোস্ট ডিলিট নিয়ে আলোচনা কম হয়নি। 

উল্লেখ্য, ৪০ দিনের সাফল্যের সফর পার করে সদ্য চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ প্রান্তে গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার সাফল্যের সঙ্গে পা রেখেছে। যার জেরে গোটা দেশে আনন্দের ছবি ধরা পড়েছে। বহু বছরের পরিশ্রমের পর শেষমেশ ইসরো এই সাফল্য অর্জন করেছে। প্রসঙ্গত, এই নিয়ে বিশ্বে চতুর্থ দেশ ভারত যারা চাঁদের মাটিতে সদর্পে পা রেখেছে। এছাড়াও আজকে ইসরোর পোস্ট থেকে প্রমাণিত যে, চন্দ্রযান-২ ও পুরোপুরি ব্যর্থ নয়। সে মহাকাশে নিজের মতো করে করে চলেছে কাজ। উল্লেখ্য, ২০১৯ সালে চন্দ্রযান ২ রওনা হয়েছিল মহাকাশের পথে। তবে সেবার সফ্ট ল্যান্ডিং  সফলভাবে হয়নি বলেই , ব্যর্থ হয়েছিল পদক্ষেপ। সেই সময় ইসরো প্রধান কে সিবনের কান্নার দৃশ্য ভোলেনি দেশ। এরপর ২০২৩। যেদিন ইসরোর দফতরে দাঁড়িয়ে হাসিমুখ বিশ্ববাসীকে ভারতের সাফল্যের কথা জানালেন বর্তমান ইসরো প্রধান এস সোমনাথ। মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। এসেছে কোভিড কাল। এদিকে, ২৩ অগস্ট আরও এক ইতিহাস ছুঁয়েছে দেশ। ভারতই বিশ্বে প্রথম দেশ যারা দক্ষিণ মেরু ছুঁল চাঁদের। সেই গর্বের সময়কালে এভাবে চন্দ্রযান ২ এর তোলা ছবি প্রকাশ্যে আসতেই, দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা।