চেকটি ভুয়া, ক্ষুব্ধ মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৭ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিএম’স রিলিফ ফান্ড’ অ্যাকাউন্টের নাম ব্যবহার করে মির্জা ফখরুলের নামে ‘৫০ লাখ টাকার চেক’ ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি মির্জা গোচরে এলে তিনি ভীষণ ক্ষুদ্ধ হন এবং বিষয়টিকে নোংরামি বলে উল্লেখ করেন।

চেকের সত্যতার বিষয়ে জানতে চাইলে রবিবার (২৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইয়ের ডিপিএস হাসান জাহিদ তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি সত্য নয়।’

মির্জা ফখরুলের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটি নোংরামি। তিনি (মির্জা ফখরুল) স্ত্রীসহ অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে এসব ভুয়া বিষয় ছড়ানো নোংরামি ও অসভ্যতার চরমতম ঘটনা।’