Asia Cup 2023: Team India Reaches Sri Lanka Ahead Of Asia Cup 2023 Opener Against Pakistan

সন্দীপ সরকার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ (Asia Cup)। প্রথম ম্যাচেই নেপালকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান (Ind vs Pak)। আজ, বৃহস্পতিবার নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

তবে বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে রয়েছেন ২ সেপ্টেম্বরের। যেদিন মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনার পারদ ফুটছে।

মহারণের জন্য ক্যান্ডি পৌঁছে গেল ভারতীয় দল। বুধবারই ভারত থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু ক্যান্ডিতে কোনও বিমানবন্দর নেই। তাই আকাশপথে ক্যান্ডি পৌঁছনোর উপায় নেই। ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, বিমানপথে কলম্বো পৌঁছে তারপর প্রায় ৩ ঘণ্টার বাসসফর করে ক্যান্ডি পৌঁছেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজারা। শনিবার এই শহরেরই পাল্লেকেলে মাঠে মুখোমুখি দ্বৈরথ দুই প্রবল প্রতিপক্ষের।

তবে এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। যে কারণে বৃহস্পতিবার কোনও নেট সেশন রাখেননি দ্রাবিড়। ভারতীয় শিবিরের খবর, পাল্লেকেলেতে এদিন এমনিতেই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। তাই মূল মাঠে প্র্যাক্টিসের সুযোগ নেই। সঙ্গে দীর্ঘ বাসযাত্রার ক্লান্তি। তাই বৃহস্পতিবার টিমহোটেলেই সময় কাটাবেন ভারতীয় ক্রিকেটারেরা। পুল ও জিম সেশন রাখা হয়েছে। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে কর্নাটকের আলুরে ৬ দিনের প্রস্তুতি শিবির সেরেছিল ভারতীয় দল। সেখানে নেটে যথেষ্ট সময় কাটিয়েছেন ক্রিকেটারেরা। শনিবার পাকিস্তান ম্যাচের আগে শুক্রবার প্র্যাক্টিস করবেন রোহিতরা। পাল্লেকেলের মূল মাঠে নৈশালোকে চূড়ান্ত প্রস্তুতি সারার কথা ক্রিকেটারদের।

ক্যান্ডিতে ভারতীয় দলকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভারতীয় ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। দুটি ভিডিওতেই দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে রোহিত, বিরাট, হার্দিক পাণ্ড্যরা টিমবাসে ওঠার সময় থেকেই জনপ্লাবন। ভারতীয় তারকাদের এক ঝলক দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পয়ে গিয়েছিল। বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার ভিড়। নিরাপত্তারক্ষীরা রীতিমতো হিমশিম খেয়েছেন পরিস্থিতি সামলাতে। ভারতীয় দল যখন টিমহোটেলের পথে, টিমবাস দেখতে পেয়েই রাস্তায় জয়ধ্বনি। ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা সংলগ্ন মাঠে ক্রিকেট খেলতে ব্যস্ত খুদেরা রোহিত-বিরাট-যশপ্রীত বুমরাদের এক ঝলক দেখার জন্য ছুটছে। হাত নাড়ছে। দেখলে কে বলবে যে, কোহলিরা নিজেদের দেশে নয়, খেলতে নামবেন ভিনদেশে!

টিমহোটেলেও ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য এলাহি আয়োজন করা হয়েছিল। স্থানীয় প্রথা মেনে সুগন্ধি মোমবাতি জ্বেলে হোটেলে ঢোকেন কোহলিরা। ফুলের মালা দিয়ে তাঁদের স্বাগত জানান হোটেলকর্মীরা। কোহলি-রবীন্দ্র জাডেজাদের এক ঝলক দেখার জন্য ব্যালকনিতে সার দিয়ে দাঁড়িয়ে ছিলেন হোটেলের রন্ধনকর্মীরা।

ক্যান্ডিতে পৌঁছে গিয়েছেন বাবর আজমরাও। মহারণের মঞ্চ প্রস্তুত। এবার শুধু ২ সেপ্টেম্বরের অপেক্ষা।

আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন