সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজি অটোরিক্শা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা গ্রামের রফিক মিয়ার ছেলে অটোরিকশা চালক জামাল (৩০) এবং যাত্রী মাধবপুর গ্রামের মৃত কাছম আলীর ছেলে ফরিদ (৪৫)।

পুলিশ স্থানীয়রা জানায়, চুনারুঘাটের দুর্গাপুর বাজার থেকে সিএনজিতে মাছ কেনার জন্য হবিগঞ্জ যাচ্ছিলেন ফরিদ। পথে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রী ফরিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক জামালকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সিলেট পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য রাখা হয়েছে।’