পিছিয়ে গেলো ‘সালার’, অগ্রিম টিকিটে রেকর্ড গড়ছে ‘জাওয়ান’

আর মোটে পাঁচ দিন বাকি। এরপর বড় পর্দায় উঠছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘জাওয়ান’। বহু কারণে সিনেমাটি বিশেষত্ব বহন করছে। যার প্রভাব পড়ছে দর্শকের মনেও। আর তাই মুক্তির সপ্তাহ খানেক আগে থেকেই অগ্রিম টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ভারতীয়রা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভারতে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এর বিক্রিত টিকিটের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ পাঁচ হাজার! এর মধ্যে দেশটির প্রধান তিনটি মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ বিক্রি হয়েছে এক লাখ ৬৫ হাজার টিকিট। বাকিগুলো অন্যান্য মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন থেকে বিক্রি হয়েছে।

এর আগে প্রধান তিনটি ন্যাশনাল চেইনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক লাখ ১৭ হাজার টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড ছিল শাহরুখের ‘পাঠান’ সিনেমার দখলে। ছয় মাস পর নিজের রেকর্ডই ভেঙে দিলেন কিং অব রোম্যান্স। চমকপ্রদ ব্যাপার হলো, অগ্রিম টিকিটের দামও কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কোনও কোনও জায়গায় ২ হাজার ৫০০ রুপিতেও বিক্রি হচ্ছে টিকিট। এরপরও হাউজফুল হয়ে যাচ্ছে একের পর এক শো!

বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, এই গতিতে যদি অগ্রিম টিকিট বিক্রি হতে থাকে, তাহলে ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ডও ভেঙে দেবে ‘জাওয়ান’। প্রভাস অভিনীত সেই সিনেমার মুক্তির আগে সাড়ে ছয় লাখ অগ্রিম টিকিট কিনেছিল দর্শক।

এদিকে সেপ্টেম্বরেই আরও একটি সিনেমা মুক্তির কথা ছিল; সেটি প্রভাস অভিনীত ‘সালার’। ২৮ সেপ্টেম্বর মুক্তির বার্তা দিলেও সর্বশেষ খবর হলো, এটি সরে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

এই খবরে নেটিজেনদের অনেকে বলছেন, ‘জাওয়ান’র দাপট দেখে ‘সালার’ টিম মুক্তি পিছিয়ে নিয়েছে! যদিও সংশ্লিষ্টদের দাবি, ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। তাই আরও কিছু দিন সময় নিচ্ছেন তারা। 

উল্লেখ্য, ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে। গত ৩১ আগস্ট ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। সেটি অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে