Sanatan Dharma: সনাতন ধর্ম নিয়ে বেলাগাম স্ট্যালিনপুত্র, ড্যামেজ কন্ট্রোলে ‘জোটসখা’ কংগ্রেস-তৃণমূল

সনাতন ধর্ম নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। এবার এনিয়ে কার্যত দেশজুড়ে শোরগোল। এনিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য। এটা ইন্ডিয়া জোটের সঙ্গে কোনওভাবেই সম্পর্কযুক্ত নয়। আমরা এটার তীব্র নিন্দা করছি। তিনি তাঁর মন্তব্যকে বদলাতে পারেন।

সেই সঙ্গেই কুণাল ঘোষের সংযোজন, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি আমরা। আমি হিন্দু ধর্মের। অন্যরা অন্য ধর্মীয় বিশ্বাসের হতেই পারেন। আমাদের উচিত সব ধর্মকে সম্মান করা।

এবার জেনে নিন উদয়নিধি স্ট্যালিন ঠিক কী বলেছিলেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। তিনি জানিয়েছিলেন, দেখুন কিছু জিনিসকে বিরোধিতা করা যায় না। এটা একেবারে শেষ করে দিতে হয়। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা, করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এগুলি তাড়াতে হয়। সেকারণেই আমাদের সনাতনকে তাড়াতে হবে। ওই সনাতনের আপত্তি না করে একে তাড়ানো দরকার।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ উদয়নিধিকে আক্রমণ করতে করণ সিংয়ের একটি মন্তব্যকে তুলে ধরেছেন। স্ট্যালিনের মন্তব্যকে তুলোধোনা করেছেন তিনি। তিনি লিখেছেন করণ সিং যে কথা বলেছেন তার প্রশংসা করছি। ডঃ করণ সিং অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ। তিনি তাঁর কর্তব্য ঠিকঠাক বোঝেন। এদিকে করণ সিং লিখেছিলেন, সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিন যা বলেছেন তা দুর্ভাগ্যজনক। কোটি কোটি মানুষ এই সনাতন ধর্মকে বিশ্বাস করেন। আর সনাতন ধর্মের অন্যতম বড় মন্দির রয়েছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে, শ্রীরঙ্গমে, থিরুভান্নামালাইতে, চিদম্বরমে, মাদুরাইতে,সুচিন্দ্রমে, রামেশ্বরমে। তামিল সংস্কৃতির প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এই মন্তব্যকে মানতে পারছি না।

এদিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ করা শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। তবে সামগ্রিক পরিস্থিতিতে জোট শরিকের নেতার মুখে একথা শুনে অস্বস্তিতে কংগ্রেসও। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার।কংগ্রেসের আদর্শ হল সর্ব ধর্ম সম্ভব। কিন্তু এটা বুঝতে হবে যে প্রতিটি রাজনৈতিক দলের তাদের বক্তব্য বলার অধিকার রয়েছে। আমরা সকলের বিশ্বাসকে শ্রদ্ধা করি।