অন্য বেঞ্চের আদেশ আছে, ED তার মতো কাজ করবে, অভিষেকের করা আবেদনে জানাল হাইকোর্ট

তল্লাশির সময় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’এর কম্পিউটারে ইডি আধিকারিকের ডাউনলোড করা ১৬টি ফাইল আপাতত প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবে না কেউ। সোমবার মামলার শুনানিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এদিন বিচারপতি বলেন, অন্য বেঞ্চ ইডিকে কিছু নির্দেশ দিয়েছে। ইডি তাদের মতো কাজ করুক। ইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হতেই এই প্রসঙ্গের উল্লেখ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা।

শনিবার এই মামলার শুনানিতে CFSL-এর থেকে ইডি ও কলকাতা পুলিশকে ফাইলের নমুনা সংগ্রহ করতে বলেছিলেন বিচারপতি। সেই নমুনা সোমবার কলকাতা পুলিশের আদালতে পেশ করার কথা ছিল। এদিন আদালতে ইডির আইনজীবী সওয়াল করে বলে, কলকাতা পুলিশ ফাইল আদালতে পেশ করেনি। তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। তবে এই আবেদনে কর্ণপাত না করে বিচারপতি ঘোষ বলেন, মঙ্গলবার সিএফএসএল এব্যাপারে রিপোর্ট দেবে। বুধবার বিকেল ৪টেয় মামলার ফের শুনানি হবে।

এদিন ইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ খারিজ করে বিচারপতি বলেন, ‘আদালত ED-র করা ECIR নিয়ে চিন্তিত। অন্য একটি বেঞ্চ এই মামলায় কিছু নির্দেশ দিয়েছে। তাই ইডি তার কাজ করবে। মূল মামলার সঙ্গে নতুন বিষয় আনা হচ্ছে কেন?’

বলে রাখি, অভিষেকের অভিযোগের দিনই আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছিল, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর ইডিকে আটকাতেই শুনানি শেষের পর রায়দান স্থগিত এমন একটি মামলা অভিষেক আদালতে আবেদন করেছেন। ওই আবেদনের কয়েকদিন আগে লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন তলব করা হয়নি জানতে চেয়ে ইডিকে ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা।