নির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুনের অভিযোগ

চট্টগ্রাম মহানগরীতে নির্বাচনের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মোহাম্মদ হোসেন মান্না (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মান্নার ছেলেও ছুরিকাঘাতে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পাহাড়তলি থানাধীন সরাইপাড়া হাজী আশরাফ আলী রোডে লাকি হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন মান্না স্থানীয় হাজী আবদুস সালাম দফাদার বাড়ির মৃত নূর মিয়ার ছেলে। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পাহাড়তলি থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রচার-প্রচারণার জন্য দেওয়া টাকার ভাগাভাগি নিয়ে রবিবার দুপুরে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মোহাম্মদ হোসেন মান্না নামে এক ব্যক্তিকে দুপুরে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা তদন্ত চলছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নূরুল আলম আশিক বলেন, গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।