ইয়ামালের আরেকটি রেকর্ড, স্পেনে বিধ্বস্ত সাইপ্রাস

গত শুক্রবার জর্জিয়ার বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোলদাতার রেকর্ড গড়েন লামিন ইয়ামাল। মঙ্গলবার ইউরো বাছাইয়ে সাইপ্রাসের বিপক্ষেও আরেকটি কীর্তিতে নাম লিখলেন ১৬ বছর ও ৬১ দিন বয়সী এই ফরোয়ার্ড। সবচেয়ে কম বয়সে স্পেনের শুরুর একাদশে জায়গা পেলেন তিনি। তার এই অর্জনের দিনে স্পেন ৬-০ গোলে উড়িয়ে দিলো সাইপ্রাসকে।

ইয়ামাল দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যাওয়ার আগে ডান উইংয়ে দারুণ প্রভাব রাখেন। কয়েকটি সুযোগও তৈরি করেন বার্সা ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে তার বাঁকানো শট পোস্টে লাগে, ফিরে আসা বল আলভারো মোরাতা জালে জড়ালেও ভিএআরে অফসাইডে গোল বাতিল হয়।

স্পেনের প্রথমার্ধের গোলগুলো হয়েছে আরেক প্রতিভাবান তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামসের সহায়তায়। ১৮তম মিনিটে গাভি স্পেনকে এগিয়ে দেন এবং মিকেল মেরিনো ১৫ মিনিট পর হেড করে দ্বিতীয়বার জালে বল জড়ান। এই দুটো গোলই হয়েছে ২১ বছর বয়সী উইলিয়ামসের ক্রস থেকে। তিনিও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু একেবারে সামনে থেকে তার শট ফিরিয়ে দেন গোলকিপার জোয়েল মল।

বদলি নেমে জোসেলু ৭০ মিনিটে তৃতীয় গোল করেন। এরপর ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফেরান তোরেস। তার দুই গোলের মাঝে অ্যালেক্স বায়েনা গোলদাতার খাতায় নাম লেখেন।

চার ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। এক ম্যাচ কম খেলে তারা স্কটল্যান্ডের (১৫) চেয়ে ৬ পয়েন্ট পেছনে।