কলকাতায় ৭৫টি মহিলাদের জন্য শৌচালয় গড়ছে কলকাতা পুরসভা, কী ব্যবস্থা থাকছে?‌

কলকাতা শহরে মহিলারা কর্মরত অবস্থায় নানা সমস্যায় পড়েন। আবার শিশুকে নিয়ে বেরিয়েও বিড়ম্বনার শেষ থাকে না। চাকরি করতে বেরিয়ে রাস্তায় মহিলারা সাধারণ সুলভ শৌচালয় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কারণ সেখানে সবার অবারিত দ্বার। আবার শিশুকে নিয়ে ঘুরতে বেরলে মাঝপথে শিশুর খিদে পায়। তখন আরও বিড়ম্বনা তৈরি হয়। কারণ রাস্তায় কোথায় স্তন্যপান করাবেন তা নিয়ে অসুবিধায় পড়তে হয়। ততক্ষণে চিল চিৎকার জুড়ে দেয় ছোট্ট শিশু। এই সমস্ত অসুবিধার সমাধান করতে এবার মহিলাদের জন্য উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

এদিকে এবার শহরে অভিনব পে অ্যান্ড ইউজ শৌচালয় তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। সেখানে থাকছে বড় চেঞ্জিং রুং, শিশুদের স্তন্যপান করানোর পৃথক ঘর এবং মহিলাদের জন্য স্নানঘর। নেতাজি নগরের কাছে এনএসসি বোস রোডে দোতলা একটি শৌচালয় উদ্বোধনের জন্য তৈরি হয়ে রয়েছে। শুধু তাই নয়, অত্যধুনিক ৭৫টি শৌচালয়–সহ অন্যান্য ব্যবস্থা নিয়ে তৈরি হচ্ছে এমন ভবন। যা তৈরি করছে কলকাতা পুরসভা। তবে কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই ৭৫টি মহিলাদের জন্য শৌচালয় গড়ে তোলা হচ্ছে। তবে শহরজুড়ে আরও ১০০টি এমন অত্যাধুনিক শৌচালয় গড়ে তোলা হবে।

কেমন ব্যবস্থা থাকছে সেখানে?‌ অন্যদিকে অভিনব দেখতে করা হচ্ছে মহিলাদের জন্য অত্যাধুনিক শৌচালয়কে। সেক্ষেত্রে দূর থেকে দেখলে মনে হতে পারে ক্যাফে বা রেস্তোরাঁ। অন্যান্য সুলভ শৌচালয়ের দরজাগুলির থেকে এখানকার দরজাটিও আলাদা করা হচ্ছে। মহিলাদের জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের দেখাশোনার জন্য রাখা হয়েছে জায়গা। স্নানঘর ছাড়াও মহিলাদের জন্য থাকছে একটি পোশাক পরিবর্তন করার রুম। মহিলাদের জন্য বসানো হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। বাথরুমে থাকছে শাওয়ার, শিশুদের স্তন্যপান করার পৃথক ঘর এবং শিশুদের দেখভালের ব্যবস্থা।

আরও পড়ুন:‌ এবার ঝালদা পুরসভাকে নোটিশ ধরিয়ে দিল ইডি, এখানেও নিয়োগ দুর্নীতির‌ অভিযোগ!

আর কী জানা যাচ্ছে?‌ এই গোটা বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার কাউন্সিলর সন্দীপ দাস জানান, মহিলাদের ভাল সুযোগ সুবিধা রাখা হচ্ছে। আর এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘‌৭৫টি মডেল শৌচালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হয়েছে। বাকিগুলির জন্য শহরে জমির চিহ্নিতকরণও হয়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে গোটা শহরে এই ধরণের মোট ১০০টি শৌচালয় হবে। মানুষকে আরও উন্নত পরিষেবা দিতে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে।’‌