Jay Shah Announces 42 Lakhs For Ground-staffs For All Hard Work During Asia Cup 2023

কলম্বো: অনেক টালবাহানার পর হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজিত হয়েছে। মোট ১৩টি ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশেই খেলা হয়েছে। পাকিস্তান লেগের ম্য়াচে বৃষ্টি কোনও প্রভাব না ফেললেও। শ্রীলঙ্কা প্রায় প্রতিটি ম্যাচেই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তা সত্ত্বেও, একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ আয়োজিত হয়েছে। এর জন্য ‘আনসাং হিরো’দের পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন জয় শাহ (Jay Shah)।

প্রবল বৃষ্টি সত্ত্বেও, ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ব্যতীতে আর কোনও ম্যাচ বাতিল হয়নি। এর জন্য গোটা কৃতিত্বটাই মাঠকর্মীদের। তাঁরাই অক্লান্ত পরিশ্রম করে এত বৃষ্টি সত্ত্বেও দ্রুত মাঠগুলিকে খেলার উপযোগ্য করে তুলেছেন। এর পুরস্কারস্বরূপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি জয় শাহ ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের ৫০ হাজার আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১.৫৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান।

জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই কথা ঘোষণা করে লেখেন, ‘যারা প্রচারের আলো পায় না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট গর্বের সঙ্গে কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মী ও পিচপ্রস্তুতকারকদের জন্য ৫০ হাজার আমেরিকান ডলারের পুরস্কারমূল্য ঘোষণা করছে।’

 

মাঠকর্মীদের খাটা খাটনি ফলেই যে এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব হয়েছে, সেকথা মনে করিয়ে দিয়ে শাহ আরও লেখেন, ‘ওদের কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার জেরেই এক অবিস্মরণীয় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হয়েছে। দুরন্ত পিচ থেক সবুজ ঘাসে মোড়া আউটফিল্ড, দুরন্ত ক্রিকেটের জন্য মঞ্চটা প্রস্তুতই ছিল। ওরা যে ক্রিকেটের সাফল্য়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার স্বীকৃতি হিসাবেই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। ওদের এই পরিশ্রম ও খাটা খাটনিকে সম্মান কুর্নিশ হোক।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী শ্রীলঙ্কা, ১৬ বলে পাঁচ উইকেট নিয়ে গড়লেন বিশ্বরেকর্ড