পিছিয়ে পড়েও সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে রিয়াল

লা লিগায় রিয়াল মাদ্রিদকে থামাতে পারছে না কেউ। রবিবার পিছিয়ে পড়েও তারা হারালো রিয়াল সোসিয়েদাদকে। ২-১ গোলে জিতে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা। টানা পঞ্চম জয়ে বার্সেলোনার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিলো মাদ্রিদ ক্লাব।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান পুনরুদ্ধার করলো কার্লো আনচেলত্তির দল। শনিবার রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ২ পয়েন্টে মাদ্রিদের পেছনে পড়ে গেলো।

সোসিয়েদাদ মাত্র পাঁচ মিনিটে লিড নেয়। সাবেক মাদ্রিদ খেলোয়াড় তাকে কুবো বক্সের সেন্টারে খুঁজে পান অ্যান্ডার বারেনেটজিয়াকে। রিয়াল কিপার কেপা আরিজাবালাগা প্রথমবারে দারুণ সেভ করলেও ফিরতি শটে বারেনেটজিয়া জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফেডেরিকো ভালভার্দে সমতাসূচক গোল করেন। বক্সের প্রান্ত থেকে তার শক্তিশালী শট বাঁ পোস্টে লেগে জালে জড়ালে মৌসুমের প্রথম গোল পান তিনি।

৬০তম মিনিটে ফ্রান গার্সিয়ার ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন জোসেলু। তাতে এগিয়ে যায় রিয়াল।

আগামী বুধবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে রিয়াল। তারপর লিগ ডার্বি খেলতে অ্যাটলেটিকো মাদ্রিদে যাবে আনচেলত্তির শিষ্যরা।