Anju: পাকিস্তানে বিয়ে করে যা তা অবস্থা অঞ্জুর, ফিরে আসছেন ভারতে, কী হয়েছে জানেন?

পাকিস্তান থেকে ভারতে বিয়ে করতে এসেছিলেন সীমা হায়দার। অন্যদিকে ভারত থেকে পাকিস্তানে গিয়ে ফেসবুক ফ্রেন্ড নাসরুল্লাহকে বিয়ে করেছেন অঞ্জু। তবে এবার সামনের মাসে সেই অঞ্জু ভারতে ফিরতে পারেন বলে খবর। কারণ তিনি তাঁর দুই সন্তানকে খুব মিস করছেন। তাদের জন্যই তিনি ভারতে ফিরছেন। তাঁর স্বামীর এমনটাই দাবি।

গত জুলাই মাস থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে থাকতেন অঞ্জু। নাম বদলে হয়েছিলেন ফতিমা। পাকিস্তানি মিডিয়া জানিয়েছিলেন তিনি নাকি ধর্ম পরিবর্তন করেছেন। তার ফেসবুক বন্ধুকে বিয়েও করেছিলেন তিনি। এরপর পাকিস্তানের বড় ব্যবসায়ীরা নাকি তাকে নানা দামি উপহার দিয়েছিলেন। কিন্তু কী এমন হল যে এবার ভারতে ফিরতে হচ্ছে তাঁকে?

অঞ্জুর স্বামী নাসরুল্লাহ পিটিআইকে ফোনে জানিয়েছেন, তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি সন্তানদের মিস করছেন। ফিরে যাওয়া ছাড়া তার আর অন্য পথ নেই।

নাসরুল্লাহর মতে অঞ্জুর এবার ভারতে ফিরে যাওয়াটাই ভালো। কারণ তার মানসিক পরিস্থিতি খুব খারাপ। তার দুটি সন্তান রয়েছে। ১৫ বছরের মেয়ে ও ৬ বছরের ছেলে। তাদের জন্য তার মনে কাঁদছে। স্বাভাবিকভাবেই আর কোনও পথ না পেয়ে তিনি ফিরে আসছেন বলে খবর। আর যদি ভিসা পান সঙ্গে নাসরুল্লাহ আসতে পারেন বলে খবর।

নাসরুল্লাহ জানিয়েছেন কাগজপত্র তৈরি করা হচ্ছে। সেসব কাজ মিটলেই অঞ্জু ভারতে ফিরবেন।

তবে সীমা কিন্তু পাকিস্তানে ফিরতে চান না। এমনকী পাকিস্তানকে মুর্দাবাদও বলেছেন তিনি। তবে সন্তানদের টানে হলেও সেই ভারতে ফিরতে হচ্ছে অঞ্জুকে। তবে এবার তার গ্রাম, তার পরিবার তাঁকে মেনে নেয় কি না এটাও দেখার।

রাজস্থানের ভিওয়ান্দি জেলার বাসিন্দা অঞ্জু পাকিস্তানে চলে গিয়েছিলেন। ফেসবুক বন্ধুকে ভালোবেসে তিনি ঘর ছেড়েছিলেন। জয়পুর যাওয়ার নাম করে তিনি পাকিস্তানে চলে যান। ভিসা নিয়েই গিয়েছিলেন। পরে তার স্বামী জানতে পারেন। খবর ইন্ডিয়া টুডে সূত্রে। তবে এবার ফিরতে পারেন সেই অঞ্জু।