জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। দলে সবচেয়ে বড় চমক একটাই। ২০২২ সালের পর ফের দলে ফিরলেন দেশের মহাতারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। ঘটনাচক্রে বিশ্বকাপের দলে কিন্তু তিনি নেই। তাহলে কি অশ্বিনকে কাপযুদ্ধে ফেরাবে ভারত! এই সম্ভাবনাই জিইয়ে রাখল টিম। এর পাশাপাশি প্রথম দুই ম্য়াচে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতের বদলে ক্যাপ্টেন হচ্ছেন চোট সারিয়ে এশিয়া কাপে ফেরা কেএল রাহুল। তবে তৃতীয় ওয়ানডে ম্য়াচে রোহিত-বিরাট-হার্দিক তিন জনেই ফিরছেন। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে অক্ষর প্য়াটেল চোট পেয়েছিলেন অক্ষর প্য়াটেল। তাঁর বদলে দলে আসেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তবে অশ্বিন-ওয়াশিংটনকে দলে নিয়ে বিরাট ভুল করল ভারত! এমনটাই মনে করছেন কিংবদন্তি স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)।
আরও পড়ুন: ICC World Cup 2023: কাপযুদ্ধের আগেই একাধিক ক্রিকেটারের চোট! রোহিত কারণ জানিয়ে ফুঁসছেন এবার
হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রথমেই বলব ওয়াশিংটন সুন্দরের কথা। ও কিন্তু এশিয়া কাপের মূল স্কোয়াডে ছিল না। ওকে ফাইনালের আগে ডাকা হয়। এরপর আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজে নেওয়া হল অশ্বিনকে। এর মানে বোঝাই যাচ্ছে যে, ভারত অফস্পিনারদের খোঁজে রয়েছে। ভারতের হয়তো উপলব্ধি হয়েছে যে, তারা আগে দলে অফস্পিনার না নিয়ে ভুল করেছে। কারণ আমাদের অফস্পিনাররাই বাঁ-হাতিদের সমস্যায় ফেলে। অহেতুক সুন্দর-অশ্বিনদের আনার প্রয়োজন ছিল না। আমি বুঝতেই পারছি না। ভুলের খেসারত দিতে গিয়ে ফের মস্ত ভুল করতে চলেছে ভারত! কখনই দলে তিন স্পিনারকে নেওয়া হবে না। দু’জনকে বেছে নেওয়া হবে। রবীন্দ্র জাদেজা অবশ্যই খেলবে, সে বিপক্ষে যতজনই বাঁ-হাতি থাকুক না কেন! দ্বিতীয় স্পিনার কুলদীপ যাদব। ওর জায়গা এখন কেউ নিতে পারবে না।’
প্রথম দু’টি ওয়ানডে ম্য়াচে ভারতের দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক) রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা
শেষ তথা তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক হিসেবে ফিরছেন), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্য়াটেল (খেলা ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ও মহম্মদ সিরাজ
আরও পড়ুন: Sunil Gavaskar: ‘ওর জায়গা পাকা’! পাঁচে খেলুক এই ক্রিকেটারই, চলে এল সানির রায়
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)