Abhijit Ganguly: বিচারপতি গাঙ্গুলির CID ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি দুর্নীতি মামলায় ধীরগতিতে তদন্ত করায় সিআইডিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জরিমানায় স্থিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। যার ফলে আপাতত জরিমানা দিতে হচ্ছে না সিআইডিকে।

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা তছরূপের অভিযোগে ২০২০ সাল থেকে তদন্ত করছে সিআইডি। তিন বছর পরেও কারা এই দুর্নীতিতে যুক্ত তা আদালতে জানাতে পারেনি তারা। গত মাসে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে এই দুর্নীতির তদন্তভার সিবিআই ও ইডিকে দেন তিনি। সঙ্গে সিআইডিকে চরম ভর্ৎসনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি। এমনকী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই ইডিকে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি।

এই মামলায় রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল, সিআইডি তদন্তের নথি ও প্রমাণ সিবিআইকে দিচ্ছে না। উলটে রায় পুনর্বিবেচনার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয় রাজ্য। এহেন আচরণের জন্য রাজ্যকে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, ‘কারা দুর্নীতি করেছে আমি জানি। তারা এক সময় সাইকেল চালিয়ে ঘুরত। এখন বড় বড় গাড়িতে ঘোরে। আমার চেম্বারে আসবেন। নাম বলে দেব।’

আইনজ্ঞদের একাংশের মতে, কোনও মামলা ডিভিশন বেঞ্চে গেলে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি অস্বাভাবিক কিছু নয়। এতে সেই রায় খারিজ হয়ে গেল এমনটা মনে করা যেতে পারে না। তবে মামলার পরিণতি নির্ভর করছে সিবিআই কী চায় তার ওপর।