Cheteshwar Pujara Suspended For One County Championship Match Get To Know

লন্ডন: কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship) নির্বাসনের (Suspend) মুখে পড়তে হল চেতেশ্বর পূজারাকে (Cheteswar Pujara)। ভারতীয় টেস্ট দলের তারকা এই ব্য়াটার কাউন্টিতে সাসেক্সের (Sussex) অধিনায়ক পূজারা। কিন্তু কেন আচমকা নির্বাসিত হতে হল পূজারাকে? অন্যের দোষের জন্য শাস্তি পেতে হল পূজারাকে (Cheteswar Pujara)। আসলে লেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্সের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর থেকে যে ম্যাচ হয়েছিল, সেখানে শৃঙ্খলাভঙ্গ করেন পূজারার দুই সতীর্থ, টম হেইনস ও জ্যাক কারসন। অধিনায়ক হিসেবে এই ২ সতীর্থের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারায় শাস্তির মুখে পড়তে হল পূজারাকে। নিয়ম অনুযায়ী, সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারাকেও এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি।

তাঁর দল সাসেক্সেরও ১২ পয়েন্ট কাটা হল। ইসিবির পক্ষ থেকে এই ঘটনার পর এক বিবৃতি দেওয়া হয়েছে। লেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্স শেষ ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু ওই ম্যাচের মধ্যেই তৃতীয় এবং চতুর্থ পেনাল্টি পায় সাসেক্স (এর আগে ডারহামের বিরুদ্ধে প্রথম পেনাল্টি এবং ইয়র্কশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় পেনাল্টি পেয়েছিল সাসেক্স)। তাই পেশাদারিত্ব নীতির ৪.২৯ ধারা অনুযায়ী, সাসেক্সের ১২ পয়েন্ট কেটে নেওয়া হল।

গিলির পছন্দের ৪ সেমিফাইনালিস্ট

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটি দলই নিজেদের স্কোয়াড প্রায় ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গত বিশ্বকাপে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাঁদের। তবে আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই ভারতকেই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করছেন এবার। প্রাক্তন অজি তারকা ক্রিকেটার অ্য়াডাম গিলক্রিস্ট আসন্ন বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিলেন এবার। 

নিজে ১৯৯৯, ২০০৩, ২০০৭ তিনটি বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে। বিশ্বকাপের আগে আমদাবাদে এক প্রমোশনাল ইভেন্টে এসে গিলক্রিস্ট বলেন, ”এবারের বিশ্বকাপে অসাধারণ কিছু ম্য়াচের সাক্ষী থাকতে চলেছি আমরা। ভারত নিজেদের দেশের মাটিতে খেলতে। চেনা পরিবেশ, চেনা সমর্থকদের সমর্থন পাবে সবসময়। আমার মনে হয় এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল খেলবে। অন্য় দুটো দল আমার মনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া হতে পারে।”